দুইজন লোক এক সঙ্গে রাস্তা দিয়ে চলছিল । ওদের একজন পথে একখানা কুড়ুল কুড়িয়ে পেতেই অপর জন বলে উঠলো, আমাদের আজ যাত্রা শুভ আমরা একটা ভালো জিনিস কুড়িয়ে পেলাম ।এই কথা শুনেই তার সঙ্গী বলে উঠল, “আমার”, ”আমাদের” এ সব বলছ কেন, বলো আমার যাত্রা ভালো, আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম ।
এবপর আবার তারা চলতে থাকল । কিছুদূর এগোতেই যাদের কুড়ুল হারিয়েছেল তারা ছুটে আসছে দেখেই যে কুড়ুল পেয়েছিল সে অমনি বলে উঠল –এ রে , এবার আমরা গেছি । সঙ্গীটি অমনি তার উত্তরে বলে উঠল, এবার “আমরা” বলছ কেন ? বলো, এবার আমি গেছি । মনে নেই কুড়ুল পবার সময় “আমরা” যখন বলেছিলাম তখন কেমন তুমি ফোঁস করে উঠেছিলে ?
উপদেশ : সেীভাগ্যের ভাগ ও দুর্ভাগ্যের ভাগ দুই-ই নিতে হয় ।