ভাগ

দুইজন লোক এক সঙ্গে রাস্তা দিয়ে চলছিল । ওদের একজন পথে একখানা কুড়ুল কুড়িয়ে পেতেই অপর জন বলে উঠলো, আমাদের আজ যাত্রা শুভ আমরা একটা ভালো জিনিস কুড়িয়ে পেলাম ।এই কথা শুনেই তার সঙ্গী বলে উঠল, “আমার”, ”আমাদের” এ সব বলছ কেন, বলো আমার যাত্রা ভালো, আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম ।
এবপর আবার তারা চলতে থাকল । কিছুদূর এগোতেই যাদের কুড়ুল হারিয়েছেল তারা ছুটে আসছে দেখেই যে কুড়ুল পেয়েছিল সে অমনি বলে উঠল –এ রে , এবার আমরা গেছি । সঙ্গীটি অমনি তার উত্তরে বলে উঠল, এবার “আমরা” বলছ কেন ? বলো, এবার আমি গেছি । মনে নেই কুড়ুল পবার সময় “আমরা” যখন বলেছিলাম তখন কেমন তুমি ফোঁস করে উঠেছিলে ?
উপদেশ : সেীভাগ্যের ভাগ ও দুর্ভাগ্যের ভাগ দুই-ই নিতে হয় ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!