মনের কথা বলে দেয়া

ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেন, আমি একদিন রাসূল পাক (সাঃ) এর খেদমতে বসা ছিলাম। ইত্যবসরে এক আনসারী ওছাকীম গোত্রের এক ব্যক্তি তথায় এল। তারা ইসলাম গ্রহণের পর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! আমরা আপনার নিকট কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই! উত্তরে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তোমরা যদি সম্মত হও তবে তোমরা যা জিজ্ঞেস করতে চাচ্ছ তা আমিই বলে দিচ্ছি।

তারা অবাক হয়ে আরজ করল, হে আল্লাহ্‌র রাসূল। বলুন, আমরা কি জিজ্জেস করতে চাচ্ছি। তিনি বলেন, তোমরা জিজ্ঞেস করতে চাচ্ছ-কা’বার জিয়ারত তাওয়াফের পর দু রাকাত নামায, সাফা মারওয়ার ছাঈ, আরাফাতে অবস্থান, কংকর নিক্ষেপ এবং কোরবানী করলে কি ছওয়ার পাওয়া যাবে? আগন্তুকদ্বয় আরজ করল, ঐ মহান সত্তার কসম! যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা এ সকল কথাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম। (মোজিমকাবীর বাজ্জার)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।