একটা মাইক্রোস্কপিক (খুব ছোট)

চার তলা বিল্ডিং এর দোতলায় আমরা থাকি । নিচতলায় একলা একটা এক রুমের ফ্লাটে থাকেন ভার্সিটির বড় ভাই । মাঝে মধ্যে দেখা হয় । উনি আবার খুব শান্ত ধরণের বড় ভাই । ছোট ভাইদের সাথে খুব ভদ্র আচরণ করেন ।

সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব এমন সময় ভাইয়ের সাথে দেখা ।

– রবিন , কেমন আছ ?
– জি ভালই । আপনি ? সব ঠিক ঠাক ? সব ভাল তো ?
– হ , দিনের বেলা সব ই ঠিক ঠাক । রাতের বেলা শুরু হয় ।
– চমকিত হয়ে জিগ্যেস করলাম – রাতের বেলা কি শুরু হয় ?
– কিভাবে যে বলি । অন্য কেউ শুনলে পাগল ও ভাবতে পারে ।
– বলেন কি ? কি হইছে ?
– রবিন , বিশ্বাস করবা না । রাতের বেলা ভূতে উপদ্রপ করে । ঘুমাইলে ডর লাগে ।
– হায় ! হায় ! কন কি ? ভূতে জ্বালায় ? এক ই বিল্ডিং এ ত আমরাও থাকি । ভূতের উপদ্রপ হইলে তো সমস্যা । আমি তো ভূত খুব ভয় পাই । ভুত আর সাপ ।
– রাতের বেলা পানির টুপ টাপ আওয়াজ পাই । বাথরুমে সব চেক করি তারপর ও আওয়াজ হয় । আওয়াজ টা আসে সম্ভবত বাইরে থেকে । প্রথমে জোরে সোরে শুরু হয় তারপর টুপ টুপ টুপ …
– ভূতের উপদ্রপের কমন ফেনোমেনা । তারপর ? আর কিছু হয় না ?
– হয় তো । পানির আওয়াজের পর পর ই একটা হালকা ভোটকা গন্ধ নাকে আসে । তার উপর কে জানি গভীর রাতে দরজার সামনে হাটা চলা করে । ভয়ে দরজা খুলি না । কিন্তু ছায়া দেখা যায় ।
– আসলেই অনেক ভয়ের ব্যাপার । ভাই আপনি মনোবল হারাবেন না । আমার মনে হয় এই ভূত তেমন ক্ষতিকর না । আপনি দোয়া দূরুদ পড়ে ঘুমাবেন । ভূতে ভূতের মত থাকবে , আপনি আপনার মত থাকবেন । আর বেশি ভয় করলে ফোন দিবেন । আমি সারা রাত সজাগ ই থাকি ।
– আচ্ছা , ঠিক আছে । তুমিও সাবধানে থেকো ।

জি আচ্ছা বলে সিড়ির পথে পা বাড়ালাম আর ভাবতে লাগলাম এভাবে আর বারান্দা থেকে “ইয়ে” করার মানে হয় না । বিনা কারণে একজন ভূতের ভয় পাচ্ছে । কষ্ট করে হলেও ছোট কাজটা বাথরুমেই সারতে হবে । আর ছাঁদে উঠতে না পেরে সিড়ির গোঁড়ায় হাটা হাটি টাও বাদ দিতে হবে । সাবধানে থাকাটাও জরুরী । কে জানে – ভূতে ধরলেও ধরতে পারে ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!