টাকা দেবে গৌরীসেন

গোপাল এক মুদি দোকান থেকে ধারে প্রায়ই মাল নিত, কিন্তু টাকা শোধ করতে চাইত না। লোকটি খুব সরল প্রকৃতির ছিল। গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের পেয়ারের লোক বলে দোকানিও টাকা চাইতে সাহস পেত না যদি রাজা রাগ করেন তাহলে গেছি।
একদিন দোকানির ভীষণ টাকার দরকার, বাড়িতে অসুখ। গোপাল মাল নিতে এলে দোকানি বললেন, ‘ধারে তো রোজই মাল নিয়ে যাচ্ছেন, টাকাটা আমার আজ দরকার আছে, দেবেন?’
দোকানির কথা শুনে গোপাল মুচকি হেসে বলল, ‘আপনার কাজ মাল দেওয়া ড়িয়ে যান, িআমার কাজ মাল নেওয়া টকা যে দেবার সেই দেবে ভাই।’
দোকানি বলল, ‘সেকথা বললে কি চলে দাদা? টাকা কে দেবে তাই বলে মাল নিলে ভাল হয়। আমাকে আর ভাবতে হয় না।’
গোপাল তখন মাথা চুলকে বেললেন, ‘টাকা আবার দেবে কে? টকা দেবে গৌরী সেনে।’
গৌরী সেনের নাম দোকানি কখনও শোনেনি, সে তাই বললেন তিনি আবার কে? দোকানী মনে করল হয়ত গৌরী সেন মহারাজের কোষাগারে কোনও লোক বা কেটা।
গোপাল বললেন, ‘তাজ্জব ব্যাপার। সবাই যাকে চেনে, তুমি তাকে চেনো না? মালটা দিয়ে দাও তো বাপু। তারপর যাকে জিজ্ঞেস করবে, সেই তোমায় গৌরী সেনের ঠিকানা বাতলে দেবে। তার কাছে গিয়ে আমার নাম বললেই টাকা সঙ্গে সঙ্গেই পাবে।’
দোকানী গৌরী সেনের মত লোকের কথা না জানার জন্য লজ্জা পেল ও ঝটপট যা যা মাল বলল সে মাল দিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!