এক কাফেরের ইসলাম গ্রহণ

একবার এক কাফের হযরত ইব্রাহীম (আঃ) এর নিকট মেহমান হতে চাইলে তিনি তাকে বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ কর, তবে আমি তোমাকে আহাড় করাব। কিন্তু ঐ কাফের ইসলাম গ্রহণ করতে সম্মত না হয়ে চলে গেল। সাথে সাথে “আল্লাহ্‌ পাক ওহীর মাধ্যমে হযরত ইব্রাহীম (আঃ) কে বললেন, হে ইব্রাহীম” ইসলাম গ্রহণ করেনি বলে তুমি ঐ কাফেরকে এক বেলা খানা দিলে না, অথচ সত্তর বছর যাবৎ কুফুরী অবস্থায় তাকে আমি রিজিক দিচ্ছি।

হযরত ইব্রাহীম (আঃ) সাথে সাথে ঐ কাফেরের সন্ধানে বের হয়ে পড়লেন। পরে তাকে রাস্তা হতে ফিরিয়ে এনে আহার করালেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সেই কাফের হযরত ইব্রাহীম (আঃ) কে জিজ্ঞেস করল, প্রথম বার তো আপনি আমাকে খাবার দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরে আবার পথ থেকে ডেকে এনে খানা খাওয়াবার কারণ কি? উত্তরে হযরত ইব্রাহীম (আঃ) বিস্তারিত ঘটনা খুলে বলার পর সে কাফের আল্লাহ্‌ পাকের পরিচয় পেয়ে সাথে সাথে হযরত ইব্রাহীম (আঃ) এর হাতে ইসলাম গ্রহণ করলেন।

এক কাফেরের ইসলাম গ্রহণ

একবার এক কাফের হযরত ইব্রাহীম (আঃ) এর নিকট মেহমান হতে চাইলে তিনি তাকে বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ কর, তবে আমি তোমাকে আহাড় করাব। কিন্তু ঐ কাফের ইসলাম গ্রহণ করতে সম্মত না হয়ে চলে গেল। সাথে সাথে “আল্লাহ্‌ পাক ওহীর মাধ্যমে হযরত ইব্রাহীম (আঃ) কে বললেন, হে ইব্রাহীম” ইসলাম গ্রহণ করেনি বলে তুমি ঐ কাফেরকে এক বেলা খানা দিলে না, অথচ সত্তর বছর যাবৎ কুফুরী অবস্থায় তাকে আমি রিজিক দিচ্ছি।

হযরত ইব্রাহীম (আঃ) সাথে সাথে ঐ কাফেরের সন্ধানে বের হয়ে পড়লেন। পরে তাকে রাস্তা হতে ফিরিয়ে এনে আহার করালেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সেই কাফের হযরত ইব্রাহীম (আঃ) কে জিজ্ঞেস করল, প্রথম বার তো আপনি আমাকে খাবার দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরে আবার পথ থেকে ডেকে এনে খানা খাওয়াবার কারণ কি? উত্তরে হযরত ইব্রাহীম (আঃ) বিস্তারিত ঘটনা খুলে বলার পর সে কাফের আল্লাহ্‌ পাকের পরিচয় পেয়ে সাথে সাথে হযরত ইব্রাহীম (আঃ) এর হাতে ইসলাম গ্রহণ করলেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…