এই হাদীস শোনার পর হযরত উমার (রাঃ) বলেছিলেন:
“সত্যিই জগতে এমন কোনো উত্তম কাজ নেই, যা আবু বকর (রা) সর্বাগ্রে সম্পন্ন না করেন। এটা আমার অনুমান নয়, বরং অভিজ্ঞতার কথা।
একদিন আমি অশীতিপর এক বৃদ্ধার উপবাসের কথা শুনে কিছু খাবার নিয়ে তার বাড়িতে গেলাম। কিন্তু পৌঁছাতেই দেখলাম, অল্পক্ষণ আগে কে যেন এক দয়ালু ব্যক্তি তাকে আহার করিয়ে গেছেন।
পরের দিন আবার একইভাবে কিছু খাবার নিয়ে গেলাম, কিন্তু একই ঘটনা ঘটল—কেউ আগেই তাকে আহার করিয়ে দিয়েছেন। কে এই দয়ালু ব্যক্তি, এমন নিয়ম করে আহার করিয়ে দেন, তা জানার জন্য আমার মধ্যে জিদ জাগল।
পরের দিন সকাল সকাল আমি বৃদ্ধার বাড়িতে গিয়ে হাজির হলাম। আমার আজকের শপথ—বৃদ্ধাকে আজ আমারই আহার করাতে হবে এবং তাকে আহার করানো ব্যক্তিকে আমি আজ দেখব।
কিন্তু দুর্ভাগ্য, বৃদ্ধার গৃহের মধ্যে ঢুকতে যাওয়ার সময় দেখলাম, শূন্য বাসন-পাত্র হাতে নিয়ে আবু বকর (রা) বের হচ্ছেন। আমি তাঁকে সালাম জানালাম এবং বললাম, ‘বন্ধুবর, আমিও এটাই অনুমান করেছিলাম।’
তিনি নীরব হাস্যে আমাকে প্রতি সালাম জানিয়ে করমর্দন করলেন এবং বৃদ্ধার বাড়ির পথ ধরলেন।”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।