খৃষ্টান প্রশাসকের বন্দী হওয়া সম্পর্কিত ভবিষ্যদ্বাণী

বায়হাকী ও ইবনে ইসহাক বর্ণনা করেন, তাবুকের যুদ্ধে চারশ, আরোহীসহ হযরত খালিদ বিন ওয়ালিদকে খৃষ্টান প্রশাসকের উদ্দেশে পাঠালের। দাওমাতুল জান্দালের খৃষ্টান প্রশাসকের নাম উকাইদীর। রাসূলুল্লাহ (সাঃ) হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) কে আগাম বলে দিলেন, উকাইদির রাতের বেলা নীল বর্ণের গরু শিকারের উদ্দেশে বের হবে, তুমি তাঁকে ঐ অবস্থায় গ্রেফতাঁর করবে।
নির্দিষ্ট স্থানে পৌছে হযরত খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ) দুর্গের নিকট লুকিয়ে রইলেন। গভীর রাতের দুর্গের নিকট নীল বর্ণের গরু এসে দুর্গের দেয়ালের সাথে শরীর ঘসতে লাগল।
ঘর্ষের শব্দে উকাইদিরের নিদ্রা ভেঙ্গে গেল। অতঃপর সে দূর্গ হতে বের হয়ে গরু শিকারের তৎপর হওয়ামাত্র খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) তাঁকে ঘেরাও করে গ্রেফতাঁর করলেন, সংঘর্ষে উকাইদিরের ছেলে ও ভ্রাতা প্রাণ হারাল। গ্রেফতারের পর রাসূলে পাকের দরবারে নীত হলে তাঁর উপর জিজিয়া কর ধার্য করে তাঁকে মুক্ত করে দেয়া হল।

খৃষ্টান প্রশাসকের বন্দী হওয়া সম্পর্কিত ভবিষ্যদ্বাণী

বায়হাকী ও ইবনে ইসহাক বর্ণনা করেন, তাবুকের যুদ্ধে চারশ, আরোহীসহ হযরত খালিদ বিন ওয়ালিদকে খৃষ্টান প্রশাসকের উদ্দেশে পাঠালের। দাওমাতুল জান্দালের খৃষ্টান প্রশাসকের নাম উকাইদীর। রাসূলুল্লাহ (সাঃ) হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) কে আগাম বলে দিলেন, উকাইদির রাতের বেলা নীল বর্ণের গরু শিকারের উদ্দেশে বের হবে, তুমি তাঁকে ঐ অবস্থায় গ্রেফতাঁর করবে।
নির্দিষ্ট স্থানে পৌছে হযরত খালিদ ইবনে ওয়ালীদ (রাঃ) দুর্গের নিকট লুকিয়ে রইলেন। গভীর রাতের দুর্গের নিকট নীল বর্ণের গরু এসে দুর্গের দেয়ালের সাথে শরীর ঘসতে লাগল।
ঘর্ষের শব্দে উকাইদিরের নিদ্রা ভেঙ্গে গেল। অতঃপর সে দূর্গ হতে বের হয়ে গরু শিকারের তৎপর হওয়ামাত্র খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) তাঁকে ঘেরাও করে গ্রেফতাঁর করলেন, সংঘর্ষে উকাইদিরের ছেলে ও ভ্রাতা প্রাণ হারাল। গ্রেফতারের পর রাসূলে পাকের দরবারে নীত হলে তাঁর উপর জিজিয়া কর ধার্য করে তাঁকে মুক্ত করে দেয়া হল।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…