এক ব্যক্তির লাশ করব হতে জমিনের উপর নিক্ষেপ

ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) মুহাল্লিশ ইবনে জুসামার জন্য বদদোয়া করলেন। মৃত্যুর পর জুসামাকে দাফন করা হলে জমিন তাকে উদগিরণ করে ফেলে দিল। পর পর কয়েকবার এরূপ ঘটলে অবশেষে বাধ্য হয়ে তাকে দু’ পাহাড়ের মধ্যবর্তী নিম্নভূমিতে ছুড়ে ফেলে উপর থেকে পাথর নিক্ষেপ করে ঢেকে দেয়া হল।

ঘটনার বিবরণ এরূপ রাসূলুল্লাহ (সাঃ) মুহাল্লিমকে একটি বাহিনী সহ আজামের দিকে পাঠিয়েছিলেন। এদিকে আজাম থেকে আমের বিন আজবাত এসে মুহাল্লিমের ছালাম করল। কিন্তু মুহাল্লিম অগ্রসর হয়ে তাকে হত্যা করে তার সকল মালসামানা লুণ্ঠ করে নিল। রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট এ সংবাদ পৌছিলে তিনি তিনবার বললেন, “হে আল্লাহ তুমি মুহাল্লিমকে ক্ষমা করোনা” । মৃত্যুর পর জমিন মুহল্লিমকে গ্রহণ করেনি। সংবাদ পেয়ে রাসূলুল্লাহ (সাঃ) এরূপ বললেন, জমিন মুহাল্লিম অপেক্ষা আরো অধিক পাপিষ্ঠকেও গ্রহণ করেছে; কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দানের জন্য এরূপ করেছেন।

এক ব্যক্তির লাশ করব হতে জমিনের উপর নিক্ষেপ

ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) মুহাল্লিশ ইবনে জুসামার জন্য বদদোয়া করলেন। মৃত্যুর পর জুসামাকে দাফন করা হলে জমিন তাকে উদগিরণ করে ফেলে দিল। পর পর কয়েকবার এরূপ ঘটলে অবশেষে বাধ্য হয়ে তাকে দু’ পাহাড়ের মধ্যবর্তী নিম্নভূমিতে ছুড়ে ফেলে উপর থেকে পাথর নিক্ষেপ করে ঢেকে দেয়া হল।

ঘটনার বিবরণ এরূপ রাসূলুল্লাহ (সাঃ) মুহাল্লিমকে একটি বাহিনী সহ আজামের দিকে পাঠিয়েছিলেন। এদিকে আজাম থেকে আমের বিন আজবাত এসে মুহাল্লিমের ছালাম করল। কিন্তু মুহাল্লিম অগ্রসর হয়ে তাকে হত্যা করে তার সকল মালসামানা লুণ্ঠ করে নিল। রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট এ সংবাদ পৌছিলে তিনি তিনবার বললেন, “হে আল্লাহ তুমি মুহাল্লিমকে ক্ষমা করোনা” । মৃত্যুর পর জমিন মুহল্লিমকে গ্রহণ করেনি। সংবাদ পেয়ে রাসূলুল্লাহ (সাঃ) এরূপ বললেন, জমিন মুহাল্লিম অপেক্ষা আরো অধিক পাপিষ্ঠকেও গ্রহণ করেছে; কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দানের জন্য এরূপ করেছেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…