রহস্য জনক একটি বকরী

হযরত ছা’আদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা চারশ মানুষ রাসূল পাক (সাঃ) এর সাথে ভ্রমণ করছিলাম। আমরা এক পানিশুন্য এলাকায় পৌছলে সকলে দুর্ভাবনায় আতংকিত হয়ে পড়লাম। রাসূলুল্লাহ (সাঃ) কে বিষয়টি জানানোর পর কোথা হতে হঠাৎ একটি ছোট শিংওয়ালা বকরী এসে রাসূলুল্লাহ (সাঃ) এর সামনে দুধ দোহন করার জন্য দাঁড়িয়ে গেল।

তিনি তার দুধ দোহন করে নিজেও পান করলেন এবং আমাদেরকেও পান করালেন। অতঃপর হযরত রাফে’কে বললেন, এ বকরীটিকে সারা রাত আটকিয়ে রাখবে কিন্তু আমি বুঝতে পারছি না যে, তুমি তাকে আটকিয়ে রাখতে পারবে কি না।

হযরত রাফে বকরীটিকে বেঁধে ঘুমিয়ে পড়লেন। জেগে উঠে দেখলেন, বকরীটি উধাও। ঘটনা শুনে রাসূলে পাক (সাঃ) বললেন, যে আল্লাহ্‌ তাকে এখানে এনেছিলেন, তিনিই তাকে নিয়ে গেছেন। (বায়হাকী)

রহস্য জনক একটি বকরী

হযরত ছা’আদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা চারশ মানুষ রাসূল পাক (সাঃ) এর সাথে ভ্রমণ করছিলাম। আমরা এক পানিশুন্য এলাকায় পৌছলে সকলে দুর্ভাবনায় আতংকিত হয়ে পড়লাম। রাসূলুল্লাহ (সাঃ) কে বিষয়টি জানানোর পর কোথা হতে হঠাৎ একটি ছোট শিংওয়ালা বকরী এসে রাসূলুল্লাহ (সাঃ) এর সামনে দুধ দোহন করার জন্য দাঁড়িয়ে গেল।

তিনি তার দুধ দোহন করে নিজেও পান করলেন এবং আমাদেরকেও পান করালেন। অতঃপর হযরত রাফে’কে বললেন, এ বকরীটিকে সারা রাত আটকিয়ে রাখবে কিন্তু আমি বুঝতে পারছি না যে, তুমি তাকে আটকিয়ে রাখতে পারবে কি না।

হযরত রাফে বকরীটিকে বেঁধে ঘুমিয়ে পড়লেন। জেগে উঠে দেখলেন, বকরীটি উধাও। ঘটনা শুনে রাসূলে পাক (সাঃ) বললেন, যে আল্লাহ্‌ তাকে এখানে এনেছিলেন, তিনিই তাকে নিয়ে গেছেন। (বায়হাকী)

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…