আল্লাহর প্রতি দাওয়াতের পথে যখম ও রোগ–ব্যধি সহ্য করা

হযরত আবু সায়েব (রাঃ) বলেন, বনু আবদুল আশহাল গোত্রের এক ব্যক্তি বলিয়াছেন, আমি এবং আমার ভাই ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। আমরা উভয়ে যুদ্ধ হইতে আহত অবস্থায় ফিরিয়া আসিবার পর নবী কারীম (সাঃ)-এর ঘোষণাকারী যখন দুশমনের পিছনে ধাওয়া করিতে যাওয়ার ঘোষণা দিল তখন আমি আমার ভাইকে বলিলাম, অথবা আমার ভাই আমাকে বলিল, আমরা কি রাসূল (সাঃ)-এর সহিত অংশগ্রহণের সুযোগ হারাইব? (অর্থাৎ আমরা এই সুযোগও হাতছাড়া করিবা না।) অথচ আল্লাহর কসম, আমাদের কোন সাওয়ারী ছিল না, উপরন্ত আমরা উভয়ে ছিলাম গুরুতর আহত।

আমরা রাসূল (সাঃ)-এর সহিত রওয়ানা হইলাম। উভয়ের মধ্যে আমি একটু কম আহত তাহাকে বহন করিয়া লইতাম। এইভাবে কিছুদূর তাহাকে বহন করিয়া আবার কিছুদূর পায়ে হাঁটিয়া আমরা সেইস্থান পর্যন্ত পৌঁছিলাম যেখানে মুসলমান বাহিনী পৌঁছিয়াছিল।

ওয়াকেদী হইতে ইবনে সা’দ এইভাবে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ ইবনে সাহল ও তাহার ভাই রাফে ইবনে সাহল (রাঃ) উভয়ে আহত অবস্থায় একে অপরকে বহন করিয়া হামরা উল আসাদ নামক পাহাড় পর্যন্ত পৌঁছিয়াছিলেন। তাহাদের নিকট আরোহণের কোন সওয়ারী ছিল না।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।