কানা ছেলের নাম পদ্মলোচন

গোপাল এক বাড়িতে প্রতিবেশীর মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করতে গিয়েছিল। বরের বাবা ছেলেকে ডেকে বললেন, ‘ওরে পদ্মলোচন, তোকে দেখতে এসেছে রে, একবার এ ঘরে আয়। সকলে তোকে দেখতে চায় বাবা।’
যে ছেলেটি ঘরে এল, সে ছেলেটি কানা।
গোপাল বরের বাবাকে জিজ্ঞেস করলে, ‘এই বর বুঝি?’
বরের বাবা বললেন, ‘এজ্ঞে হ্যা।’
তখন গোপাল বললেন, ‘কানা ছেলের নাম পদ্মলোচন?
তা বেশ রেখেছেন।’

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!