জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিন খলিফা

হযরত আবূ মুসা আস’আরী বলেন, আমি মদীনার একটি বাগানে রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে বাগানের দরজায় আঘাত করল। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ফটক খুলে দাও এবং আগত ব্যক্তিদেরকে জান্নাতের সুংবাদ দান কর। হযরত আবূ মুসা আসয়ারী (রাঃ) বলেন,- আমি বাগানের ফটক খুলে প্রথমে হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ) কে দেখতে পেলাম।

তাকে জান্নাতের সুসংবাদ দেবার পর তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন। কিছুক্ষণ পর হযরত ওমর (রাঃ) এলেন, আমি তাঁকেও জান্নাতের সুসংবাদ দিলে তিনি আল্লাহ পাকের প্রসংশা করে বললেন, আলাহামদুলিল্লাহ। অতঃপর তৃতীয় ব্যক্তি এসে বাগানের ফটকে শব্দ করলে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আবূ বকর মূসা!

দরজা খুলে দাও এবং (আল্লাহ পাকের থেকে একটি পরীক্ষা সাপেক্ষে তাঁকেও জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখলাম, হযরত ওসমান (রাঃ) এসেছেন। আমি তাকে জান্নাতের সুসংবাদ ও পরীক্ষা সম্পর্কে জানালে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে আল্লাহ তালার শুকরিয়া করলেন এবং পরীক্ষায় আল্লাহ তালার সাহায্য কামনা করলেন। পর্বতীকালে রাসূলুল্লাহ (সাঃ) এর এ ভবিষ্যদ্বানী হুবহু প্রতিফলিত হয়েছে। মদীনাতে মিশর ও ইরাকী বিদ্রোহীদের হাতে ওসমান (রাঃ) শাহাদাত বরণ করেন।

আরো পড়তে পারেন...

হযরত মিকদাদের জন্য বরকতের দোয়া

রাসূলুল্লাহ (সাঃ) হযরত মিকদাদের জন্য বরকতের দোয়া করলেন। ফলে অল্প সময়ের মধেই তিনি প্রভুত সম্পদের…

মুজিযা সৌরজগৎ সম্পর্কে

হিজরতের পূর্বে মক্কায় আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরাহ এবং আস ইবনে ওয়ায়েল প্রমুখ কাফেররা রাসূল…

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিন খলিফা

হযরত আবূ মুসা আস’আরী বলেন, আমি মদীনার একটি বাগানে রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে বাগানের দরজায় আঘাত করল। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ফটক খুলে দাও এবং আগত ব্যক্তিদেরকে জান্নাতের সুংবাদ দান কর। হযরত আবূ মুসা আসয়ারী (রাঃ) বলেন,- আমি বাগানের ফটক খুলে প্রথমে হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ) কে দেখতে পেলাম।

তাকে জান্নাতের সুসংবাদ দেবার পর তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন। কিছুক্ষণ পর হযরত ওমর (রাঃ) এলেন, আমি তাঁকেও জান্নাতের সুসংবাদ দিলে তিনি আল্লাহ পাকের প্রসংশা করে বললেন, আলাহামদুলিল্লাহ। অতঃপর তৃতীয় ব্যক্তি এসে বাগানের ফটকে শব্দ করলে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আবূ বকর মূসা!

দরজা খুলে দাও এবং (আল্লাহ পাকের থেকে একটি পরীক্ষা সাপেক্ষে তাঁকেও জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখলাম, হযরত ওসমান (রাঃ) এসেছেন। আমি তাকে জান্নাতের সুসংবাদ ও পরীক্ষা সম্পর্কে জানালে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে আল্লাহ তালার শুকরিয়া করলেন এবং পরীক্ষায় আল্লাহ তালার সাহায্য কামনা করলেন। পর্বতীকালে রাসূলুল্লাহ (সাঃ) এর এ ভবিষ্যদ্বানী হুবহু প্রতিফলিত হয়েছে। মদীনাতে মিশর ও ইরাকী বিদ্রোহীদের হাতে ওসমান (রাঃ) শাহাদাত বরণ করেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…