সে অনেক দিন আগের কথা, সোনারগাঁ নামে একটি জায়গা ছিল। সেই জায়গায় ছিল একটি বিরাট বড় রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে ছিল রাজা, রানী এবং তাদের রাজকন্যা বেলি। বেলি ছিল ফুটফুটে ফর্সা ও সুন্দর। তাদের প্রাসাদের সামনে ছিল অনেক বড় বাগান। বাগানে সারাক্ষণ প্রজাপতি জড়ো হয়ে থাকত, পাখি গাইত। বেলির জš§দিন এলো। রাজা ও রানী তাকে একটি পুতুল দিল।
পুতুলটি ছিল একটি পরী। সারাদিন বেলির সঙ্গে মজা করত, কথা বলত এবং খেলত। বেলির তিন বছর হল। একদিন বেলির জ্বর হল। তাই দেখে বাগানে প্রজাপতির ওড়া বন্ধ, পাখির গান গাওয়া বন্ধ, ফুলগুলো সব মরার মতো। বেলির মা, বাবা ও পুতুলটির মুখ ভার। সন্ধ্যাবেলা বেলির মা ও বাবা বেলির পাশে বসে কাঁদছিল। হঠাৎ পুতুলটি বলে উঠল, রাজা মশায়-রানী মা।
বেলির মা-বাবা তো চমকে উঠল। পুতুলটি আবার বলল, তোমরা যদি এ মুহূর্তে বেলিকে বাঁচাতে চাও তবে তোমাদের একটা কাজ করতে হবে। কাজটি হল- ওই দূর পাহাড়ের কাছে বাঘের গুহার পাশে একটি বাগান আছে। তোমাদের প্রথমে সেখানে যেতে হবে।
রাজা বলল, বাঘের গুহার পাশে! পুতুল বলল, সেই বাগানে ফুটে আছে তিনটি বেলি ফুল। সেখান থেকে ফুলগুলো তুলে এনে এর রস তার মুখে দিতে হবে। তাহলে সে বেঁচে যাবে।
রাজা তো চিন্তায় পড়ে গেল। পুতলটি আবার বলল, তাড়াতাড়ি করো নইলে বেলি বাঁচবে কীভাবে? রাজা তিনজন প্রহরী পাঠাল বেলি ফুল আনার জন্য। প্রথম প্রহরী গেল আনল গোলাপ ফুল। দ্বিতীয় প্রহরী গেল আনল টগর ফুল। তৃতীয় প্রহরী গেল আনল বকুল ফুল। রাজা এতে ভীষণ রেগে গেল। তারপর রাজা বলল, কেউ কি ঠিক মতো বেলি ফুল আনতে পারবে না? তখন মন্ত্রী বলে উঠল- আমি পারব, ওরা কিছুই পারবে না। বাঘের ভয়ে গুহার কাছে যায়নি।
রাজা বলল, বাঘের জন্য আমার মেয়েটা বাঁচবে না? একমাত্র কন্যা জানি না- কী হয়?
রাজা মশায়, আমি চললাম- এ বলে মন্ত্রী চলে গেল। রাজা তো চিন্তায় পড়ল। তিনদিন হয়ে গেল। রাজা তাদের বাগানের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখল, বাগানের পাতাগুলো নড়ছে। রাজা তো ভয় পেয়ে গেল। প্রহরী দেখল একটি হাতে তিনটি বেলি ফুল নিয়ে মন্ত্রী বাগানে পড়ে আছে। তার সারাগায়ে বাঘের আঁচড়। রাজা তা দেখে বলল, এখনই ওকে আমার ঘরে নিয়ে যাও এবং বাঘের আঁচড়ের ওষুধ লাগিয়ে দাও। তারপর বেলি ফুলগুলোর রস বেলিকে খাওয়ানো হল। বেলি মুহূর্তেই ঠিক হয়ে গেল এবং মন্ত্রীর জ্ঞানও ফিরল। বাগানে আবার প্রজাপতি ওড়া শুরু করল, পাখিরা গান গাওয়া শুরু করল, ফুলগুলো আবার জেগে উঠল। আর এভাবেই বেলি মহাআনন্দে হেসে উঠল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।