একদিন এক লোক এক বৃদ্ধার বাড়িতে বেড়াতে এলেন। প্রচণ্ড ক্ষুধার্ত সেই লোক বৃদ্ধার কাছে খাবার চাইলেন। বৃদ্ধা তাকে অতি সম্মানের সঙ্গে ড্রইংরুমে নিয়ে বসালেন। তার জন্য নিজ হাতে কফি বানিয়ে আনলেন। তারা দু’জনই একসঙ্গে বসে গল্প করছিলেন। বিষয় তাদের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের গল্প। জানা গেল মস্কো শহরে বৃদ্ধার আপন বলে কেউ নেই। বিশাল এই বাড়িতে তিনি দীর্ঘ দশ বছর ধরে একাই থাকছেন। যখন যা ইচ্ছে হয় তাই করেন। ইচ্ছে হলে সিনেমা দেখে আসেন। ডান্স করেন। স্যুপ রান্না করে খান। কিন্তু একাকী জীবনকে অভিশাপের মতো লাগে তার। লোক চাপা একটা দীর্ঘশ্বাস ফেললেন।
ঈশ্বর হয়তো এতেই আপনার মঙ্গল লুকিয়ে রেখেছেন। ধৈর্য ধারণ করুন মিসেস মরিয়স্কি!
এমন সময় তিনি লক্ষ্য করলেন পাশের টেবিলের ওপর একটি বাটিতে বেশ কিছু বাদাম রয়েছে। বৃদ্ধার বাড়িতে যেহেতু কোনও শিশু নেই সুতরাং বাদামগুলো খাওয়ারও হয়তো কেউ নেই।
খাদ্যদ্রব্য নষ্ট করা ঠিক নয়। আমি কি এখান থেকে কিছু বাদাম খেতে পারি মিসেস মরিয়স্কি?
বৃদ্ধা খুব আনন্দের সঙ্গেই তাকে বাদাম খেতে বললেন। কিছু বাদাম খাওয়ার পর যখন আরও কিছু বাদাম খাওয়ার জন্য হাতে নিলেন এবং বৃদ্ধার দিকে চাইলেন, তখন বৃদ্ধা মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলেন। একটু পরে ভদ্র লোক আরও কিছু বাদাম খাওয়ার জন্য পাত্রের দিকে হাত বাড়ালেন এবং বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন যে, সে কিছু মনে করছে কিনা। বৃদ্ধা খুবই বিনীতভাবে উত্তর দিলেন-
আপনি চাইলে সবগুলো বাদাম খেয়ে ফেলুন। আমি কিছুদিন আগে অনেকগুলো চকোলেট কিনেছিলাম। দেখতেই পারছেন আমার দাঁত নেই। তাই চকোলেটগুলো চুষে চুষে খেয়ে ভেতরের বাদামগুলো ওই পাত্রে জমা করে রেখেছিলাম।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।