ভূত ভবিষ্যৎ— দীপঙ্কর বেরা

বদনবাবু রিক্সাতে বসেছিলেন । রিক্সাওয়ালা পাশের কলে জল খাচ্ছে । ঝড় বাতাস নেই । ঝলমলে সকাল । লম্বা নারকেল গাছের মাথা ভেঙে পড়ল রিক্সাতে ।
ছেলে বিভান সঙ্গে যায় । বেরিয়ে শব্দ পেল । দেখে বাবার মাথা থেতলে গেছে । মৃত ।
লোকমুখে এই ঘটনা যতটা আকস্মিক ততটাই ভূতুড়ে । ভূত আগের থেকে ছিল নাকি এবার বদনবাবু ভূত হবেন ।
সন্ধ্যের মুখে বিভানের সঙ্গে দেখা – বাবার চাকরীটা তুমি পাচ্ছ তো ?
– পাব না মানে ? অফিসের ভূত ছাড়িয়ে দেবো না ।
-তোমার বাবা তো হাঁটতে পারতেন না । আর তুমি তো প্রতিদিনই তোমার বাবার সঙ্গে যেতে ; সেদিন দেরি হল কেন ?
-ভগবান সঙ্গে আছে তাই ; তা না হলে এমন অলৈকিক ভুতুড়ে কান্ড ঘটে ! কি জোর বাঁচা বেঁচে গেছি । রিক্সাওয়ালাও তো অনেকটা দূরে ছিল ।
আস্তে আস্তে আঁধার নেমে আসছে । আমি বললাম – যাই ।
আমিও যে আর বেশিক্ষণ ভূতের সঙ্গে কথা বলতে পারছি না । এইসবই তো আমাদের ভবিষ্যৎ ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!