এক বাড়ির মালিক ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ইঁদুরের ফাঁদ পাতল। ইঁদুরটা সেই ফাঁদ দেখে কর্তার পালা মুরগির কাছে গিয়ে বলল, ফাঁদটা ছিঁড়ে ফেলতে তাকে যেন সাহায্য করে। কিন্তু মুরগি বলল, যেহেতু ফাঁদের কারণে তার নিজের কোনো সমস্যা হচ্ছে না, তাই সে সাহায্য করতে ইচ্ছুক নয়। ইঁদুরটা মালিকের পালা ছাগল আর গরুর কাছে সাহায্য চেয়েও একই উত্তর পেল। যেহেতু ফাঁদের কারণে ছাগল বা গরুর কোনো বিপদ হবে না, তাই তারা ইঁদুরের অনুরোধকে অগ্রাহ্য করল।
এদিকে রাতের বেলা ইঁদুরের বদলে ফাঁদে আটকা পড়ল এক বিষধর সাপ। মালিক ইঁদুর ধরা পড়েছে ভেবে কাছে আসতেই সাপ কামড় দিল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। ডাক্তার বিষ নামাতে পারলেন বটে, কিন্তু বললেন সুস্থ হয়ে উঠতে মালিকের স্যুপ খাওয়া প্রয়োজন। তাই স্যুপ রান্না করতে মালিক প্রথমে তাঁর মুরগিটাকে জবাই করলেন।
এদিকে মালিককে দেখতে বাড়িতে অনেক মেহমান আসলেন। তাদের আপ্যায়ন করতে ছাগলটা জবাই করতে হল। কিছুদিন পর মালিকের অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার কথা উল্লেখ করলেন। তার জন্য অনেক টাকার দরকার ছিল, বলে মালিক তাঁর গরুটিকে কসাইখানায় বিক্রি করলেন।
কয়েকদিন পর দেখা গেল শুধু ইঁদুরটাই বেঁচে আছে; মুরগি, গরু, ছাগল—কেউ নেই। ইঁদুর ভাবল, সেদিন যদি ওরা আমার ডাকে সাড়া দিয়ে সাহায্য করত, আজ ওরাও বেঁচে যেত।
উপদেশঃ বিপদ কখনও একার জন্য আসে না, তাই অন্যের বিপদে সবারই এগিয়ে আসা উচিত।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।