এই ঘটনাটা কুষ্টিয়ায় ঘটেছিল ৮০র দশকে

এই ঘটনাটা কুষ্টিয়ায় ঘটেছিল ৮০র দশকে ।
ঘটনাটা যার সাথে ঘটেছিল এটা তার মুখ থেকে শোনা । আমাদের ওখানে ১জন ভ্যান চালক ছিল, খুব সাস্থ্যবান আর সাহসী । ১দিন সে তার ফুফুর বাসায় বেড়াতে যায়, সেখান থেকে সে যখন চলে আসবে তখন প্রায় সন্ধ্যা, তার ফুফু বলল যে পিঠা বানাচ্ছে, খেয়ে যেতে । সে বলল দিয়ে দিতে, খেতে খেতে যাবে । গ্রামে কিছু কমন সংস্কার আছে, তেলে ভাজা কিছু বা মাছ এগুলো নিয়ে রাতে যাতায়াত করলে খারাপ কিছুর নজর পরে ।
তাই তার ফুফু বললেন যে নিয়ে যাওয়ার দরকার নেই, খেয়ে যেতে ।
কিন্তু সে নাছোড়বান্দা, আর খুব সাহসী ছিল বলে ২/৩ টা পিঠা নিয়ে খেতে খেতে রওনা দিল । তখন চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল, কিছুদুর হাঁটার পর তার মনে হল, কেউ তার পেছন পেছন আসছে । কিন্তু পেছনে তাকিয়ে সে কাওকে দেখল না, আবার সে হাঁটা শুরু করল । আবার মনে হল কেউ আসছে. কিন্তু এবারও কাওকে দেখতে পেল না । তখন সে একটু একটু ভয় পেতে লাগল । ফুফুর বাড়ি থেকে তার বাড়ি আসার পথে একটা ছোট্ট খাল মত পরে, কিন্তু তখন সেটা শুকনা ছিল । হেঁটেই পার হওয়া যায়, সে যেই খালটা পার হয়ে অন্য পাড়ে গেল, পেছন থেকে খুবই কর্কশ আর ভয়ানক গলায় কেউ বলল যে বড় বাঁচা বাঁচলি, সাবধান থাকিস । কিন্তু সে সাথে সাথে বলে বসল তুই থাকিস সাবধান । এই বলে সে পেছনে ঘুরল । দেখতে পেল একটা মানুষের মত কিছু, পুরা শরীরে ঘন লোম । ওই জিনিসটার গা থেকে নাকি খুবই বাজে আঁশটে একটা গন্ধ আসছিল । আর সাথে সাথে ওইটা ছুটে এসে তাকে জাপটে ধরল । পরে তাকে লোকজন সকালে ওই খালের পাড়ে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে । তার শরীরে অনেক আঁচড়ের দাগ ছিল । যেন কেউ খুব তীক্ষ্ণ কিছু দিয়ে শরীরটাতে আঘাত করেছে । পরিচিত বিধায় তাকে তার বাড়িতে পৌঁছে দেয় সবাই । জ্ঞান ফিরলে অনেক পরে সে বলে ওই জিনিসটার সাথে নাকি অনেক ধস্তাধস্তি হয় তার । এরপর কি হয় আর বলতে পারে নি সে, সে নাকি জ্ঞান হারায় । সে আগে খুবই সাহসী আর বলবান ছিল । কিন্তু, এই ঘটনার পর থেকে সে খুব চুপচাপ হয়ে যায় । দুর্বল হয়ে পরে, তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারত না, সেই রাতে কি দেখেছিল সে । শুধু বলত, একটা খুব বাজে আঁশটে গন্ধ… যা সে এখনও মাঝে মাঝে পায় ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!