মেথরের হাঁড়ি — মোহাম্মদ আবু আখতার

এক ভদ্রলোক ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলেন। তার পাশেই ছিলেন সাধারণ পোশাক পরিহিত এক মাওলানা সাহেব। পথে পানির প্রয়োজন পড়তে পারে মনে করে মাওলানা সাহেব একটি মাটির হাঁড়িতে   পানি নিয়েছিলেন। তা দেখে ভদ্রলোক বললেন- হুজুর! মেথরের মতো এ কেমন ভান্ড নিয়ে এসেছেন আপনি?

মাওলানা ছিলেন সরল প্রকৃতির। তাই তিনি নম্রভাবে বললেন, ‘ভাই! যেমন মানুষ তেমনি তার পাত্র।’ খানিক পরেই ওই ভদ্রলোকের পিপাসা পেল। তাই তিনি আড়চোখে বারবার মাওলানার হাঁড়ির দিকে তাকাচ্ছেন কিন্তু লজ্জায় পানি চাইতে পারছেন না। ভদ্রলোকের এই করুণ চাহনী দেখে মাওলানার বড় দয়া হল। তিনি চোখ বন্ধ করে কৃত্রিম ঘুমের ভান ধরলেন। এমনকি অল্প সময়েই নাক ডাকতে শুরু করলেন। ভদ্রলোক যখন বুঝতে পারলেন, মাওলানা ঘুমিয়ে গেছেন, তখন তিনি হাঁড়ি হতে পানি নিয়ে পান করতে লাগলেন।

ঘুমের ভানকারী মাওলানা চুপি চুপি সব দেখছিলেন। কিন্তু ভদ্রলোক যেন পিপাসিত থেকে না যায় তাই তাকে ব্যাপারটা বুঝতে দিলেন না। ভদ্রলোক যখন তৃপ্ত হয়ে পানি পান করে হাঁড়িটি রাখতে গেলেন, অমনি মাওলানা খপ করে তার হাত ধরে বললেন, ভাই! মেথরের হাঁড়ি হতে কিভাবে পানি পান করলেন? এবার লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। আর তিনি বললেন, ক্ষমা করবেন, আমার ভুল হয়েছে। আমি আমার কথা প্রত্যাহার করলাম!

শিক্ষাঃ অতি ভদ্রতা দেখাতে গিয়ে প্রয়োজনীয় জিনিস সঙ্গে না নিয়ে অবশেষে অন্যের কাছে ধর্ণা দেয়া উচিত নয়।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!