এক অন্ধ লোক রাস্তার পাশেই বেলুন বিক্রি করতো। কিন্তু সেগুলো ছিল সাদাকালো। রঙ্গিন কোন বেলুন তার কাছে ছিল না। কারণ লোকটি সাদাকালো ও রঙ্গিনের পার্থক্য বুঝতও না।
একদিন একটি ছোট বাচ্চা বেলুন কিনতে এসে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো-“কাকু, তুমি শুধু সাদাকালো বেলুন বিক্রি করো কেন? রঙ্গিন নেই কেন?”
তখন লোকটি বাচ্চাটিকে বললেন- “আসলে বাবু আমি তো অন্ধ। আমার কাছে সব বেলুন একই রকম। রঙ্গিন কোন কিছুই তো আমার চোখে দেখা যায় না। তাই শুধু সাদাকালো বেলুনই বিক্রি করি।”
বাচ্চাটি চলে যাওয়ার সময় বলল- “ঠিক আছে কাকু। কিন্তু তোমার কাছ থেকে যারা বেলুন কেনে তারা তো অন্ধ নয়। তারা তো রঙ্গিন আর সাদাকালোর তফাৎ বোঝে।”
অন্ধ লোকটি একথা শোনার পরও বেলুন বিক্রি করে। তবে বেলুন গুলো রঙ্গিন।
মাঝে মাঝে নিজের সুখ কে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।এতে স্বর্গীয় সুখ পাবেন। আত্মার তৃপ্তি পাবেন।