দৈত্য ও পিঠা

নুরু খুব পিঠা খেতে পছন্দ করে। নুরুর মা ওকে মাঝেমধ্যে যতটা সম্ভব পিঠা তৈরি করে খাওয়ায়। কিন্তু এর পরিমাণ এতই কম যে নুরুর মন ভরে না। নুরু তাই বারবার মাকে পিঠা বানাতে বলে। কিন্তু নুরুকে প্রতিদিন পিঠা তৈরি করে দেওয়ার সাধ্য ছিল না ওর মায়ের। পিঠা তৈরি করতে কত কী লাগে! চালের গুঁড়ো, গুড়, নারকেল, তেল ইত্যাদি। এসব জোগাড় করার সাধ্য নুরুর মায়ের নেই। কিন্তু চেষ্টা করে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!