একবার একটা জলাশয়ে একটা কচ্ছপ বাস করতো। তার নাম ছিল হান্দু। সে যে জলাশয়ে বাস করতো সেখানে সারা বছর জল থাকতো, তার জলও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে অনেক মাছ ছিল, শেওলা, গুলি—সবই ছিল। এগুলো খাওয়ার জন্য বিভিন্ন পাখি বাইরে থেকে আসতো।
সেখানে যে সব পাখি ও হাঁস এসেছিল, তাদের মধ্যে দুটি হাঁসের সাথে হান্দুর খুব বন্ধুত্ব হয়েছিল। তাদের নাম ছিল রামু আর শ্যামু। তারা সেখানে বেশ ভালোই ছিল।
একবার সেখানে বিরাট খরা দেখা দিল। বর্ষার সময় একফোঁটাও বৃষ্টি হলো না। চারিদিকের জলাশয়, পুকুর ঘাট শুকিয়ে গেল। সেই জলাশয়টিও প্রায় শুকিয়ে গেছে।
রামু ও শ্যামু ঠিক করলো, তারা সেই জলাশয় ছেড়ে চলে যাবে। হান্দু কাতর হয়ে বলল, “আমার কি হবে ভাই? আমি কি জলের অভাবে শুকিয়ে মরবো?”
রামু ও শ্যামু সমস্যায় পড়ল। তাদের সেই জলাশয় ছেড়ে যেতেই হবে, কিন্তু বন্ধুকে এভাবে অসহায় অবস্থায় ছেড়ে যেতেও তাদের খুব কষ্ট হচ্ছিল।
শেষে অনেক আলাপ-আলোচনার পরে তারা একটা উপায় বের করল—একটা লাঠির মাঝখানে কচ্ছপটা কামড়ে ধরবে, আর হাঁসেরা দুই প্রান্তে ধরে সেটা উড়িয়ে নিয়ে কোন বড় জলাশয়ে নিয়ে যাবে যেখানে জল শুকিয়ে যায়নি, অনেক জল আছে। সেরকমই ঠিক হল। কিন্তু হাঁসেরা কচ্ছপকে সাবধান করে দিল, “উড়ে যাবার সময় কোনো কথাই বলবে না, না হলে সর্বনাশ হবে।”
হান্দু বলল, “তোমরা কিছু চিন্তা করো না, আমি একটা কথাও বলবো না।”
এভাবে তারা উড়ে চলল। এভাবে উড়তে দেখে একদল লোক হৈ-হৈ করে তাদের পিছু নিল। তারা বিভিন্ন রকমের মন্তব্য করছিল—”এই কচ্ছপটা পেলে পুড়িয়ে খাবো,” কেউ বলছিল “মাংস করে খাবে,” এই রকম নানা কথা।
রামু ও শ্যামু চুপচাপ উড়ে চলল, কিন্তু হান্দু রেগে গিয়ে বলল, “ওরা ছাই খাবে।”
যেই মুহূর্তে হান্দু বলল, লাঠি মুখ থেকে ছুটে পড়ল আর নিচে পড়ে গেল। পুরো কথাটাও বলতে পারলো না। রামু ও শ্যামু দেখলো, নিচের মানুষেরা হান্দুকে ধরে ফেলেছে আর আনন্দে হৈ-চৈ করছে।
তারা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, “বোকাদের মরন এভাবেই হয়।”
তারপর তারা দুঃখী মনে উড়ে চলে গেল।
নীতিকথা: বোকারা নিজেদের বোকামির জন্যই বিপদে পড়ে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।