
একদা এক বনে একটি বাঘ বাস করতো।সেই বাঘকে বনের সকল প্রাণী ভয় পেতো।বাঘটি ওই বনের রাজা ছিলো।বনের সকল প্রাণী তাকে মানতো।এক দিন বাঘটির প্রচন্ড অসুস্থ হলো।বাঘটার অসুখে এমন অবস্থাই হলো যে তার তার নড়া চড়ার মতো ক্ষমতাও ছিলো না।বাঘটার এমন দূরবস্তা দেখে বনের অনেক প্রাণী বাঘের ওপর তাদের প্রতিশোধ নিলো।কেউ খামচি মেরে,কেউ কামড় দিয়ে,আবার কেউ লাথি মেরে।শেষে এক গাধা আসলো তার প্রতিশোধ নেওয়ার জন্য।গাধাটি তার পেছনের জোরা দুই পা দিয়ে বাঘটিকে জোরে একটি লাথি মারলো।বাঘটি মনে মনে ভাবলো…. এক সময় যে সব প্রাণী তাকে ভয় পেতো তার আজ তারা(বাঘের) প্রতি প্রতিশোধ নিচ্ছে এবং শেষে কী না গাধার মতো এক তুচ্ছ প্রাণীও তাকে লাথি মারলো। [Moral of the story:- মানুষ যখন বিপদে পরে তখন সমাজের অনেকেই তাকে অপদস্ত করে।এমন কী সমাজের নিচু মানুষরাও।] –সংগৃহীত