হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি (রঃ) – পর্ব ৮

হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি (রঃ) – পর্ব ৭ পড়তে এখানে ক্লিক করুন

আজমীর গমনঃ খাজা সাহেব তার প্রাণপ্রিয় মুরীদ খাজা কুতুবদ্দীনকে দিল্লীতে রেখে নিজে আজমীরের দিকে রওয়ানা হলেন। খাজা সাহেব আজমীরে গমন করে যেখানে নিজ আবাসভূমি স্থাপন করলেন তা ছিল হিন্দু রাজার উষ্ট্র চারণভূমি। আলেমকুলের শিরোমণি হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ)-কে দেখে রাখালগণ বিরক্ত নয়, শেষ পর্যন্ত সেইখান হতে তাকে চলে যাওয়ার জন্য বলল। প্রিয় পাথক-পাঠিকাগণ একটু ভেবে দেখুন খাজা সাহেব কতদূর আল্লাহ্‌র মুহেব্বীন বান্দা ছিলেন।

সন্ধার সময় রাখালগণ উটগুলো যথাস্থানে রেখে চলে গেলেন। পরের দিন খুব ভোরে রাখালগণ এসে দেখলো উটের চামড়া মাটির সাথে যুক্ত হয়ে আছে। এহেন অবস্তা দেখে রাখালগণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, অগত্যা রাখালগণ সাধক কুলের শিরমণি খাজা সাহেবের পদপ্রান্তে পড়ে মাফ চাইল। মাফ চাওয়া মাত্রই দেখলো উটগুলো যথাস্থানে দাঁড়াইয়া রয়েছে। অল্পক্ষণের মধ্যে এই অলৌকিক ঘটনা সবর্ত্র ছড়ায়ে পড়ল। এই ঘটনার পর থেকেই তার কাছে বহু হিন্দু ইসলাম গ্রহণ করলেন।

সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া

হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি (রঃ) – পর্ব ৯ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।