একদা এক বনে একটি বাঘ বাস করতো। সেই বাঘকে বনের সকল প্রাণী ভয় পেতো। বাঘটি ওই বনের রাজা ছিলো। বনের সকল প্রাণী তাকে মানতো। এক দিন বাঘটির প্রচন্ড অসুস্থ হলো। বাঘটার অসুখে এমন অবস্থা হলো যে তার তার নড়া চড়ার মতো ক্ষমতাও ছিলো না।
বাঘটার এমন দূরবস্থা দেখে বনের অনেক প্রাণী বাঘের ওপর তাদের প্রতিশোধ নিলো। কেউ খামচি মেরে, কেউ কামড় দিয়ে, আবার কেউ লাথি মেরে। শেষে এক গাধা আসলো তার প্রতিশোধ নেওয়ার জন্য। গাধাটি তার পেছনের জোড়া দুই পা দিয়ে বাঘটিকে জোরে একটি লাথি মারলো।
বাঘটি মনে মনে ভাবলো…. এক সময় যে সব প্রাণী তাকে ভয় পেতো তার আজ তারা (বাঘের) প্রতি প্রতিশোধ নিচ্ছে এবং শেষে কী না গাধার মতো এক তুচ্ছ প্রাণীও তাকে লাথি মারলো।
Moral of the story:- মানুষ যখন বিপদে পরে তখন সমাজের অনেকেই তাকে অপদস্ত করে।
এমন কী সমাজের নিচু মানুষরাও।
–সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।