হযরত আবদুল্লাহ ইবনে মোবারক (রঃ) – শেষ পর্ব

হযরত আবদুল্লাহ ইবনে মোবারক (রঃ) – পর্ব ৫ পড়তে এখানে ক্লিক করুন  

ইন্তেকালঃ

জীবনের অন্তিম লগ্ন ঘনিয়ে এলে তিনি তা বুঝতে পারেন। আর যাবতীয় বিষয় সম্পত্তি গরীব-দুখীদের মধ্যে বিলিয়ে দেন। তাঁর এক ভক্ত স্মরণ করিয়ে দিলেন যে, তাঁর তিনটি কন্যা আছেন। তাঁদের জন্য তিনি কী রেখে গেলেন? তিনি বললেন, আল্লাহকে রেখে গেলাম। যাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ, তাদের জন্য আমার কিছু করার কী প্রয়োজন।

শেষ মুহূর্তে চোখ খুলে ঠোঁটে হালকা হাসির আভাস এনে তিনি বললেন, পুণ্যবানদের কাজ এরূপই হওয়া চাই। কথাটি বলেই তিনি চোখ বুঝলেন। আর খুললেন না।

সুফিয়ান সাওরী (রঃ)-এর মৃত্যুর পর এক ব্যক্তি স্বপ্নে জিজ্ঞেস করলেন, আল্লাহর নিকট কেমন আচরণ পেলেন? তিনি বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন তিনি হযরত আবদুল্লাহ ইবনে মোবারক (রঃ)-এর কথা জিজ্ঞেস করলেন। হযরত সুফিয়ান (রঃ) বললেন, সংক্ষেপে বলতে গেলে তিনি সেই দলেরই একজন যারা প্রতিদিন দু’বার আল্লাহর দরবারে হাজির হন।

সূত্র: তাযকিরাতুল আউলিয়া

হযরত আবদুল্লাহ ইবনে মোবারক (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।