এক ব্যক্তি ইচ্ছা শক্তির ব্যাপারে উদাসীন হইয়া পড়িল। এক বাগানে ঢুকিয়া কাহাকেও কিছু না বলিয়াই আঙ্গুর খাইতে লাগিয়া গেল।
বাগানের মালিক ছুটিয়া আসিয়া জিজ্ঞাসা করিল—
: কে তুমি? আমার আঙ্গুর খাইতেছ কেন?
লোকটি বলিল—
: আঙ্গুর আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর আঙ্গুর আল্লাহর বান্দা খাইতেছে। এখানে তোমার আমার বলার কিছু নাই।
একথা বলিয়া আবার খাইতে লাগিল লোকটি।
এবার মালিক একটি লাঠি নিয়া বলিল—
: এই লাঠি আল্লাহর, আমিও আল্লাহর, তোমার মাথাটিও আল্লাহর। সুতরাং আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করিয়াছে তাহাতে তোমার আমার কিছু বলার নাই।
এই বলিয়াই লোকটির মাথায় আঘাত করিতে লাগিল মালিক। লোকটি আঘাত পাইয়া যন্ত্রণায় চিৎকার কুরিয়া উঠিল। আঙ্গুর খাওয়া ছাড়িয়া দিয়া লোকটি পালাইয়া গেল। বুঝিতে পারিল সে একটা ভুল করিয়াছিল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।