হযরত হাসান বসরী (রঃ) – পর্ব ১৯
হযরত হাসান বসরী (রঃ) – ১৮ তম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।
এক লোক কবর স্থানে বসে রুটি খাচ্ছে। তাঁর মন্তব্যঃ লোকটি হয়তো কপট। তাঁর এরূপ মন্তব্যের কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, মৃত লোকের পাশে বসেও যার আহার স্পৃহা থাকে, সে মৃত্যু ও পরকালের প্রতি আস্থাশীল নয়। আর সেটি হল কপটতার লক্ষণ।
তাঁর অমূল্য উপদেশ বনীসমূহঃ
১. মানুষ ছাগল-ভেড়ার চেয়েও অসাবধান। রাখালের ডাক শুনে পশুরা ঘাস খাওয়া বন্ধ করে তাঁর কাছে ছুটে যায়। কিন্তু মানুষ তাঁর প্রতিপালকের আহ্বান শুনে ভ্রূক্ষেপ করে না। অসৎ কর্মেই লিপ্ত থাকে।
২. মন্দ লোকের সংসর্গ ভালো লোকের সঙ্গে সদ্ভাব প্রদর্শনে বাঁধা সৃষ্টি করে।
৩. হৃদয়ে যখন আল্লাহ্ বিরোধিতার লেশমাত্র থাকে না, তখন জানতে হবে, মারেফাত অর্জিত হয়েছে।
৪. বহিরঙ্গের আনুষ্ঠানিকতা দ্বারা জান্নাত লাভ করা যায় না। প্রয়োজন মনে একাগ্রতা ও কঠোর সাধনা।
৫. মনের আয়নায় যখন শুধু সৎ ভাবনা প্রতিফলিত হয়, তখন জানতে হবে, সঠিক পথেই রয়েছি। যদি উঠে আসে অসৎ চিন্তা, তাহলে ধরে নিতে হবে, অসৎ পথেই আছি।
৬. যার কথায় না আছে যুক্তি, না আছে বুদ্ধি, তার কথায় কোন উপকার নেই। তার কথা শুনলে সময়ের অপচয়ই শুধু হয়।
৭. নিবিড় নির্জন চিন্তায় যার মন আল্লাহ্কে জানতে না পারে, সে নিশ্চয় পার্থিব জীবনের প্রতি মোহাচ্ছন্ন অথবা অলস। আর যার দৃষ্টির মধ্যে আল্লাহ্র রহস্যময়তার আভাস নেই, তারও দৃষ্টি জাগতিক ধুলাবালি দ্বারা আচ্ছন্ন।
৮. তওরাতে আছে, যেব্যক্তি অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস করেছে, সে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে গিয়েছে। মানুষের সংস্রব যে এড়াতে পেরেছে, সে প্রকৃত পথের সন্ধান পেয়েছে। যে প্রবৃত্তিকে বশীভূতঃ করেছে, সে স্বাধীনতা লাভ করেছে। যে হিন্সা-দ্বেষ ত্যাগ করেছে সে বন্ধুত্ব অর্জনের উপযুক্ত হয়েছে।
হযরত হাসান বসরী (রঃ) – ২০ তম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া