শিক্ষিত পাগল এর গল্প পড়ুন।
খলিফা হারুনুর রশীদের সময় এক পাগল ছিলেন, যার নাম ছিল বাহলুল। তিনি অধিকাংশ সময় কবরস্থানে কাটাতেন। একদিন খলিফা কোথাও যাচ্ছিলেন, তখন দেখলেন বাহলুল কবরস্থানের একটি গাছের ডালে রয়েছেন।
খলিফা বললেনঃ “বাহলুল! ওহে পাগল, তোমার কি কখনও জ্ঞান হবে না?”
এ কথা শুনে বাহলুল উপরের ডালে উঠে বললেনঃ “হারুন! ওহে পাগল, তোমার কি কখনও জ্ঞান ফিরবে না?”
খলিফা অবাক হয়ে বললেনঃ “আমি কীভাবে পাগল হলাম?”
বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেনঃ
“আমি জানি এই রঙীলা দালান কেবল ক্ষণিকের আবাসস্থল, আর এটি (কবরস্থান) স্থায়ী নিবাস; এজন্য আমি মরার আগে এখানেই বসবাস শুরু করেছি। অথচ তুমি গ্রহণ করেছ সেই রঙশালাকে, আর এই স্থায়ী নিবাসকে (কবর) এড়িয়ে চলছ। রাজপ্রাসাদ থেকে এখানে আসা তোমার পছন্দ নয়, যদিও তুমি জানো—এটাই তোমার শেষ গন্তব্য। এখন বলো, আমাদের মধ্যে কে পাগল?”
বাহলুলের মুখ থেকে এ কথা শুনে খলিফার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, দাড়ি ভিজে গেল। তারপর বললেনঃ
“আল্লাহর কসম! তুমিই সত্যবাদী। আমাকে আরও কিছু উপদেশ দাও।”
বাহলুল বললেনঃ
“তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তাকে যথার্থভাবে ধরো।”
খলিফা বললেনঃ
“তোমার যদি কোনো কিছুতে অভাব থাকে, আমাকে বল, আমি তা পূরণ করব।”
বাহলুল বললেনঃ
“হ্যাঁ, আমার তিনটি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো, তবে আমি সারা জীবনের জন্য তোমার কৃতজ্ঞ থাকব।”
খলিফা বললেনঃ
“তুমি নিঃসঙ্কচে চাইতে পারো।”
বাহলুল বললেনঃ
“মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে।”
খলিফা বললেনঃ “আমার পক্ষে সম্ভব নয়।”
বাহলুল বললেনঃ
“আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে।”
খলিফা বললেনঃ “আমার পক্ষে সম্ভব নয়।”
বাহলুল বললেনঃ
“আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে।”
খলিফা বললেনঃ “আমার পক্ষে সম্ভব নয়।”
বাহলুল শেষ করলেনঃ
“তাহলে জেনে রাখ, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারও অধীনস্থ। অতএব, তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই।”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।