হযরত ইমাম আবু হানিফা (রঃ)- শেষ পর্ব
হযরত ইমাম আবু হানিফা (রঃ)-পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন
ইমাম সাহেব রয়েছেন তাঁর পাশে। আমি তাঁকে সালাম করে বললাম, আমাকে একটু পানি পান করান। তিনি জবাব দিলেন, নবীজি নির্দেশ দিলে পানি দিতে পারি। রাসূলুল্লাহ (সাঃ)- এর নির্দেশে আমাকে পানি দেওয়া হল। পানি পান করে জিজ্ঞেস করলাম, রাসূললুল্লাহ (সাঃ) পাশে উনি কে দাঁড়িয়ে আছেন? তিনি বললেন, হযরত ইব্রাহীম (আঃ) তাঁর বামপাশে আবু বকর (রাঃ) তারপর একে একে অন্যান্য বিশিষ্ট জনের পরিচয় নিয়ে আঙ্গুলে করে গুনে হিসাব করতে লাগলাম। আমি সতেরো জনের নাম শুনলাম। হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। দেখালাম আমার বুড়ো আঙ্গুলটি করের সতেরো দাগেই রয়েছে।
খলীফা আবু হানিফা (রঃ)- কে কারারুদ্ধ করেন। আর ঐ বন্দী অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স হয়েছিল সত্তর বছর। সন ১৫০ হিজরী।
শোনা যায়, তাঁর জানাযায় প্রায় সাত লক্ষ লোক শামিল হয়েছিল। তিনি বহুবার হজ্জ করেন। প্রথম হজ্জ করেন ষোল বছর বয়সে। পবিত্র রমজান মাসেও তারাবীর নামাযে তিনি মোট একষট্টি বার কোরআন শরীফ খতম করতেন।
হযরত ইয়াহইয়া মাআয (রঃ) স্বপ্নযোগে একবার নবী কারীম (সাঃ) কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ! আপনাকে কোথায় পাওয়া যাবে? তিনি বললেন, আমাকে ইমাম আবু হানিফার কাছেই পাবে।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া