হযরত নুহের কাছে শয়তান

হযরত আবদুল্লাহ বিন ওমর (রাঃ) বলেছেনঃ হযরত নূহ (আঃ) নৌকায় চড়ার পর তিনি এক অচেনা বুড়োকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে?

আমি শয়তান

কেন এসছিস এখানে?

আপনার অনুরাগীদের মন-মগজ খারাপ করতে। ওদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার সাথে। 

ওরে আল্লাহর দুশমন! বের হয়ে যা এখান থেকে। 

আমাকে নৌকা থেকে নামাবেন না, শুনুন পাঁচটা বিষয় এমন আছে, যেগুলোর দ্বারা আমি মানুষকে গুমরাহ করি।  সেগুলোর মধ্যে তিনটে আমি বলে দিচ্ছি আর দুটো গোপন রাখছি। সে সময় হযরত নূহ (আঃ) এ মর্মে অহী করা হয় যে, তুমি শয়তান কে বলে, মানুষের গুমরাহ করার যে দুইটি জিনিস ও গোপন রাখতে চাইছ, ওই ওই দুটো জিনিসের কথা বলতে। 

শয়তান বলে, সেই দুটো জিনিসের মধ্যে একটা হল হিংসা- এরই কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তান হয়েছি। আর দ্বিতীয় জিনিসটা হল লোভ-(আল্লাহ্‌, হযরত আদমের জন্য জান্নাত করে দিয়েছিলেন। কিন্তু হযরত আদম জান্নাতে চিরকাল থাকায় লোভ করেছিল। তাই এরই কারণে আমি নিজের উদ্দেশ্য সফল করেছি।   

You may also like...

দুঃখিত, কপি করবেন না।