বুওয়ায়েবের যুদ্ধ

সেতু যুদ্ধে মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনে হযরত ওমর (রাঃ) খুবই মর্মাহত হল। হযরত ওমর (রাঃ) পরে আবার নতুন করে সৈন্য বাহিনী তৈরি করতে লাগলেন। তাঁর আহ্বানে অনেক মুসলিম এবং নাসারা ইসলামী পতাকাতলে মিলিত হল। 

কুফার কয়েক মাইল দূরে বুওয়ায়েব নামক স্থানে মুসলমান এবং মুশরিক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ শুরু হয়।

বুওয়ায়েবের যুদ্ধে পারস্য বাহিনী নিজেদের জীবন রক্ষার জন্য পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু পালানোর কোন রাস্তাই তাঁরা না পেয়ে অনেকেই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। এ যুদ্ধে পারস্য সেনানায়ক মোহরা মৃত্যুবরণ করলেন। 

You may also like...

দুঃখিত, কপি করবেন না।