ইসলামী মুদ্রার প্রবর্তন
হযরত ওমর (রাঃ)-এর পূর্বে ধন-রত্নের সমাগম ছিল না। রাজকোষ স্থাপন করার কোন প্রয়োজন ছিল না এ কারণে। খলিফা হযরত ওমর (রাঃ) মুদ্রা চালু করার জন্য একদিন নির্দেশ দেন। এ জন্য খলিফার নির্দেশ কার্যকর হল।
এ ইসলামী মুদ্রার প্রবর্তক হিসেবে হযরত ওমর (রাঃ) এর নাম চিরদিনের জন্য ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল। যে মুদ্রার উপরে লেখা ছিল আলহামদু লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য। লা-ইলাহা-ইলল্লাহ, অর্থাৎ আল্লাহ্ ছাড়া কোন মাহবুদ নেই।
৬৮৫ হতে ৭০৫ ঈসায়ী সনে আবদুল মালিক বিন মারওয়ান ব্যাপকভাবে ইসলামী মুদ্রার প্রবর্তক তা বলা উচিৎ হবে না কারণ খলিফা হযরত ওমর (রাঃ)- ই ইসলামী মুদ্রার প্রতিষ্ঠা করেছেন।