গোপালের ভূত ঝাড়ানো

বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচড়াতে লাগলেন।
গোপাল: “আমার হাত নির্দোষ, ওকে রেহাই দিন।”
রাজা: “জোর করে ছাড়িয়ে নাও।”
গোপাল: “সেটা বেয়াদবি হবে।”
রাজা: “উহু, তাহলে হাত ছাড়ব না।”
গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন।
রাজা: “এতে কি আর কাজ হবে? দাওয়াই কোথায়?”
গোপাল: “রাম নাম জপাই তো মোক্ষম দাওয়াই।”
রাজা: “মানে?”
গোপাল: “পিতামহ, প্রপিতামহের আমল থেকে শুনে আসছি, রাম নাম জপলে ভূত ছাড়ে।”
রাজা গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গোপালের ভূত ঝাড়ানো

বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচড়াতে লাগলেন।
গোপাল: “আমার হাত নির্দোষ, ওকে রেহাই দিন।”
রাজা: “জোর করে ছাড়িয়ে নাও।”
গোপাল: “সেটা বেয়াদবি হবে।”
রাজা: “উহু, তাহলে হাত ছাড়ব না।”
গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন।
রাজা: “এতে কি আর কাজ হবে? দাওয়াই কোথায়?”
গোপাল: “রাম নাম জপাই তো মোক্ষম দাওয়াই।”
রাজা: “মানে?”
গোপাল: “পিতামহ, প্রপিতামহের আমল থেকে শুনে আসছি, রাম নাম জপলে ভূত ছাড়ে।”
রাজা গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়তে পারেন...

শেয়াল ও মুরগি

এক বাগানের একটি খাঁচায় একপাল মুরগিছানা থাকত ওদের মায়ের সঙ্গে। ওরা ছিল বেশ শান্ত-সুবোধ। কেউ…

ছাগল ও সিংহ

ক্লাসে কিছু ছাত্র থাকে যারা- যেমন বুদ্ধিমান তেমনি জ্ঞানী। আবার কিছু ছাত্র আছে যাদের স্মৃতি…

সততার মূল্য

‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’—এ প্রবাদটি আমরা সবাই জানি। কেবল প্রবাদে নয়, পবিত্র কোরআন ও হাদিসেও সততার…