ইবলীস বসেছে নৌকার বাঁশে
বর্ণনায় হযরত আত্বা (রহঃ) ও হযরত যাহহাক (রহঃ): নূহের জাহাজে বসার জন্য ইবলীস এলে হযরত নূহ তাঁকে তাড়িয়ে দেন। শয়তান বলে, হে নূহ! আমাকে তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
সুতরাং আমার উপর আপনার কোন ক্ষমতা চলবে না। অর্থাৎ আপনি আমাকে আটকাতে পারবেন না, হযরত নূহ ভাবলেন, ও তো ঠিক কথাই বলেছে।
তাই ওকে জাহাজের মাস্তলে বসার অনুমতি দেন।