নবীজীর সন্ধানে স্বয়ং শয়তান

হাদীস বর্ণনায় হযরত আবূ হুরাইয়া (রাঃ) – জনাব রাসূলুল্লাহ (সাঃ) যখন আনুষ্ঠানিকভাবে নবুওয়াত পান, সেদিন সকালে দেখা গেল, মূর্তি প্রতিমাগুলো মুখ গুঁজে পড়ে গেছে।

শয়তানরা ইবলীসের কাছে গিয়ে ঐ খবর জানাল। ইবলীস বলল-“কোনও নবীর আর্বিভাব ঘটেছে। তার সন্ধান করো।” শয়তানরা বলল- আমরা খোঁজাখুজি করেছি কিন্তু পাইনি।

ইবলীস বলল- ঠিক আছে, আমি নিজেই খোঁজ নিচ্ছি। সুতরাং ইবলীস তখন ওখান থেকে একথা বলতে বলতে চলে গেল যে-আমি ওই নবীর সাথে জিবরাঈলকেও রক্ষী হিসেবে দেখেছি।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।