আছিয়ার কঠোর পরীক্ষা শুরু-পর্ব ৩

আছিয়ার কঠোর পরীক্ষা শুরু-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

অতএব আপনাকে আমি পুনঃ অনুরোধ করছি আপনি আপনার মত পরিবর্তন করতঃ নিজের কষ্ট মোচন করুন এবং আপনার সন্তানদেরও জীবন রক্ষা করুন।

আছিয়া বললেন, মন্ত্রী হামান! আমি পূর্বেও বলেছি এখনও বলছি আমি বাদশাহকে আমার স্বামী ও রাজ্যের শাসক হিসেবে একান্ত শ্রদ্ধা করি এবং প্রাণাপেক্ষা ভালোবাসি।

জীবনে যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণই তা করবো। কিন্তু তা বলে তাকে স্বয়ং প্রভুর আসনে কখনও প্রতিষ্ঠিত করতে পারবো না। মানুষ কখনও স্রষ্ঠা হতে পারে না। এ জাজ্জল্যমান মিথ্যাকে আমি কিছুতে স্বীকার করবো না।

এ জন্য তোমরা আমাকে বলিও না। আমি বিশ্বস্রষ্টা মহাপ্রভুর উপাসনা করি। যতক্ষণ বেঁচে থাকব, মনে প্রাণে তা করবো। কোন ব্যবস্থাই আমাকে এ পথ হতে ফিরাতে পারবে না।

আছিয়ার স্বামী ফেরাউনও নিকটে উপস্থিত ছিল। তাকে লক্ষ্য করে আছিয়া বললেন, স্বামী! আপনি যাই ভাবুন না কেন প্রাণের ভয় আমি এক বিন্দুও করি না। পুত্রদের প্রতি আপনার ব্যবহারও আমাকে টলাতে পারবে না। আপনার এ অন্যায় হতে যদি আপনি বিরত না হন তবে অচিরেই আপনার প্রতি আল্লাহর গজব নেমে আসবে।

আপনি কোনক্রমেই সে গজব হতে রেহাই পাবেন না। তাই আমি এখনও আপনার পদে অনুরোধ রাখছি, নিজের হিত ও স্বার্থের কথা ভেবেই আপনি এখনও সত্য-সঠিক পথে ফিরে আসুন।

আছিয়ার এ দৃঢ়বাক্য শুনেও মন্ত্রী হামান আর একটিবার চেষ্টা করে দেখলো। সে বলল, বেগম সাহেবা! আপনি একটি বারের জন্য বাদশাহকে আল্লাহ বলে স্বীকার করে নেন, পরিবর্তে আমরা আপনার জন্য বাদশাহর সিংহাসনের পার্শ্বে রত্নের এক তখত বানিয়ে দেই। আপনি তাতে আসীন হয়ে রাজ্যের শাসন ক্ষমতা স্বহস্তে গ্রহণ করুন। তাছাড়া মিশরের প্রতিটি গৃহে গৃহে আমরা আপনার সুবর্ণ মূর্তি তৈরী করে প্রজাগণকে আপনার উদ্দেশ্যে পূজা করার নির্দেশ দান করি।

আছিয়ার কঠোর পরীক্ষা শুরু-পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।