একবার নাসিরুদ্দিন হোজ্জা অসুস্থ হওয়া স্ত্রীকে বলল, “গাধাটাকে খাবার দিতে।”
স্ত্রী গাধাকে খাবার দিতে অস্বীকার করল। দুজনের মধ্যে এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হল। ঝগড়া শেষে তারা সিদ্ধান্ত নিল, দুজনের মধ্যে যে আগে কথা বলবে, সে-ই গাধাকে খাবার খাওয়াবে। বাজিতে জেতার আশায় তারা কেউ কারো সঙ্গে কথা বলল না।
ওই দিনই বিকেলে হোজ্জার স্ত্রী বাইরে গেল। এ সময় ঘরে একটা চোর ঢুকল। হোজ্জা ঘরেই ছিল, কিন্তু বাজিতে হেরে যাওয়ার ভয় থেকে সে চোরকে কিছু বলল না। চোর নির্বিঘ্নে ঘরের সব কিছু নিয়ে চলে গেল।
হোজ্জার স্ত্রী বাসায় ফিরে এসে যখন দেখল সব কিছু খালি, তখন চিৎকার দিয়ে বলল, “হায় আল্লাহ! একি হল! ঘরে চোর এসেছিল নাকি?”
হোজ্জা স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে খুশিতে লাফিয়ে উঠল, “আমি বাজিতে জিতে গেছি, এখন গাধাকে খাওয়ানোর দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। হা হা হা!”
–সংগৃহীত