ঘোড়ার উপরে জ্বীনের অন্য এক বর্ণনা

মূসা বিন নাসীর (রহঃ) একবার জিহাদের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন। যেতে যেতে এক সময় তিনি কৃষ্ণসাগরে গিয়ে পৌঁছেন। এবং নৌকাগুলিকে স্রোতের অনুকূলে ছেড়ে দেন। এরপর তিনি নৌকার কাছে গিয়ে আওয়াজ শোনেন। এবং কৌতূহলী হতে কয়েকটা ঘোড়া দেখতে পান। সেগুলোর মধ্যে একটি ঘোড়া তুলে নেন। কিন্তু সীলমোহর ভাঙতে ভয় পান। তাই তলায় একটি ছিদ্র করার নির্দেশ দেন। ছিদ্রটা একটা পেয়ালার সমান হতে তার ভিতর থেকে একজনের চিৎকার শুনতে পেলেন। সে চিৎকার করে বলছিল- না! আল্লাহর কসম! হে আল্লাহর নবী! আগামীতে আর কখনও এমন অন্যায় করব না।

মূসা বিন নাসীর (রহঃ) বলেন- এ সেই শয়তানের অন্তর্গত, যাদের হযরত সুলাইমান বিন দাউদ (আঃ) কয়েদ করেছিলেন।

এরপর তিনি ঘোড়ার সেই ছিদ্র বন্ধ করিয়ে দেন। এমন সময় সে নৌকার উপর এক ব্যক্তিকে দেখতে পান, যে তাঁর দিকে শ্যেনদৃষ্টিতে তাকাচ্ছিল। এবং তাঁর উদ্দেশ্যে বলচিল- আল্লাহর কসম! তুমি সেই ব্যক্তি। তুমি যদি আমার উপকার না করে থাকতে তবে আমি তোমাদের সবাইকে ডুবিয়ে মারতাম।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।