হযরত আবু বকর (রাঃ)- এর জীবনে যবনিকা –পর্ব ১
হযরত আবু বকর (রাঃ)-এর খেলাফত মাত্র এক বছরের একটু বেশি সময়ের ছিল। এ স্বল্প সময়ের মধ্যেই তিনি মিথ্যা নবুয়তের দাবিদারদের মূলোচ্ছেদ, মুরতাদ ও যাকাত বিরোধীদের দমন কাজ শেষ করে ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি শুরু করেছিলেন মাত্র। এমন সময়েই তাঁর পরপারের ডাক এসে যায়।
হযরত আয়েশা (রাঃ) বলেছেন, একদিন ভীষণ শীত পড়েছিল। হযরত আবু বকর (রাঃ) সেদিন গোছল করেন এবং গোছলের পর তাঁর জ্বর হয়। পনের দিন পর্যন্ত অবিরাম তিনি জ্বরে ভোগেন। তিনি নামাজের জন্য মসজিদে যাওয়ার শক্তিও হারিয়ে ফেলেন। তাই তারই নির্দেশে হযরত ওমর (রাঃ) নামাযে ইমামতি করতে শুরু করেন।
রোগ দিন দিন বাড়তে থাকে। রোগমুক্তির কোন লক্ষণ না দেখে হযরত আবু বকর (রাঃ) সাহবায়ে কিরামদের ডাকেন। পরবর্তী খলিফা নির্বাচন সম্পর্কে তাঁদের সাথে পরামর্শ করেন। হযরত ওমর এর নাম প্রস্তাব করা হলে অনেকে বলেন, তাঁর মেজাজ কিছুটা কড়া।
হযরত ওসমান আবু বকর (রাঃ) বলেন, আমার বিবেচনায় ওমরের জীবনে প্রকাশ্য অংশের চেয়ে অপ্রকাশ্য অংশ অনেক উত্তম। কিন্তু তবুও কিছু কিছু সাহাবা হযরত ওমর (রাঃ)- এর কড়া মেজাজের জন্য তাঁকে খলিফা নির্বাচন করার ব্যাপারে ইতস্তত করেছিলেন। হযরত তালহা (রাঃ) এ সময় খলীফাকে দেখতে এসেছিলেন।
তিনি অভিযোগের সুরে বলেন, আপনি ওমর কে খলীফা নির্বাচন করতে চান। অথচ আপনার উপস্থিতিতেই তিনি অত্যন্ত কঠোর ব্যাবহার করেন। আপনার অবর্তমানে তিনি কি করবেন তা একমাত্র আল্লাহ্ তালায় বলতে পারেন।
হযরত আবু বকর (রাঃ)- এর জীবনে যবনিকা –পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন