অপহরণ মামলার ফলাফল

অনেক ইংরেজও বেশ বুদ্ধিমান ছিল। ভারতের ভূপাকের একটি ঘটনা বর্ণিত আছে, এক মহিলাকে এক ব্যক্তি মুসলমান করেছিল। ফলে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো। হাকীম সাহেব এদেশীয় হওয়া সত্ত্বেও তাকে অপহরণের দায়ে শান্তির আদেশ দিলেন।

অতঃপর এক ইংরেজ হাকীমের আদালতে সে মামলার আপীল পেশ করা হলো। তার মিমাংশার এক অপূর্ব জ্ঞানের পরিচয় দিলেন এভাবেঃ ” এখানে বিষয় দুটি। একটি হলো অপহরণ করা, অপটি হলো ‘ পথ দেখানো’। পথ দেখানো কাকে বলে এবং অপহরণ করা কাকে বলে, যে ব্যক্তি এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে না সে হাকীম হওয়ার যোগ্যতা রাখে না।

“যদি কোন লোক নিজের ধর্মকে অন্যের জন্যে ভাল মনে করে এবং তার প্রতি কাউকে প্রেরণা দেয় তবে সে তার মতে ভাল পথে আহ্বান করেছে। আর ভাল পথে আহ্বানকারী লোক কখনও অপরাধী হতে পারে না।

” যদি কোন সোনার অলঙ্কারের ঘটনা হতো অথবা যৌন কামনার বিষয় হতো তবে অপহরণ হিসেবে ধরা হতো; কিন্তু এখানে তার কোন প্রমাণ পাওয়া যায়নি’। (আল-এফাযাতুল য়্যাউমিয়্যাহ; খন্ড-১ পৃষ্ঠা- ৩১০)

Written By

More From Author

You May Also Like

নবী জীবনের গল্প

আজকের আসরে আমরা এমন এক মহামানবের কথা বলব- তাঁর চেয়ে উত্তম কোনো সন্তান আজ পর্যন্ত…

লোভী পিঁপড়া

‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কিংবা ‘লোভের ফল ভাল নয়’-এই প্রবাদ দু’টি সবাই জানে। এ প্রবাদ…

হৃদয়ের ব্যাধি সারানোর উপায় !

এক ব্যক্তি এসে সুফয়ান আস- সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক…

অপহরণ মামলার ফলাফল

অনেক ইংরেজও বেশ বুদ্ধিমান ছিল। ভারতের ভূপাকের একটি ঘটনা বর্ণিত আছে, এক মহিলাকে এক ব্যক্তি মুসলমান করেছিল। ফলে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো। হাকীম সাহেব এদেশীয় হওয়া সত্ত্বেও তাকে অপহরণের দায়ে শান্তির আদেশ দিলেন।

অতঃপর এক ইংরেজ হাকীমের আদালতে সে মামলার আপীল পেশ করা হলো। তার মিমাংশার এক অপূর্ব জ্ঞানের পরিচয় দিলেন এভাবেঃ ” এখানে বিষয় দুটি। একটি হলো অপহরণ করা, অপটি হলো ‘ পথ দেখানো’। পথ দেখানো কাকে বলে এবং অপহরণ করা কাকে বলে, যে ব্যক্তি এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে না সে হাকীম হওয়ার যোগ্যতা রাখে না।

“যদি কোন লোক নিজের ধর্মকে অন্যের জন্যে ভাল মনে করে এবং তার প্রতি কাউকে প্রেরণা দেয় তবে সে তার মতে ভাল পথে আহ্বান করেছে। আর ভাল পথে আহ্বানকারী লোক কখনও অপরাধী হতে পারে না।

” যদি কোন সোনার অলঙ্কারের ঘটনা হতো অথবা যৌন কামনার বিষয় হতো তবে অপহরণ হিসেবে ধরা হতো; কিন্তু এখানে তার কোন প্রমাণ পাওয়া যায়নি’। (আল-এফাযাতুল য়্যাউমিয়্যাহ; খন্ড-১ পৃষ্ঠা- ৩১০)

Written By

More From Author