হজরত ওমর (রাঃ) কর্তৃক শয়তানকে আছাড় মারা

বর্ণনায় হযরত ইবনে মাসউদ (রাঃ) রাসূল (সাঃ)-এর সাহাবীদের মধ্যে কোনও একজন কোথাও গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে শয়তানের সাক্ষাৎ হয়। এবং বেশ সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত নবীজীর সাহাবী শয়তানকে আছাড় মেরে ধরাশায়ী করে ফেলেন। শয়তান তখন বলে, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন এক আশ্চর্যজনক কথা বলছি, যা আপনি পছন্দ করবেন। তো সেই সাহাবী তাকে ছেড়ে দিলেন।

তারপর সে কথা বলতে বললেন, কিন্তু শয়তান তখন বলল, না বলব না। ফলে ফের মোকাবেলা হল। এবং নবীজীর সাহাবী তাকে ফের আছড়ে ফেললেন। শয়তান বলল, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন জিনিস বলছি, যা আপনার পছন্দ হবে। তো তিনি তাকে ছেড়ে দিলেন। এবং বললেন, বলো, কী কথা বলতে চাও। সে বলল, না বলব না। ফলে তৃতীয়বারেরও মোকাবিলা হল।

এবারও নবীজীর সাহাবী তাকে আছড়ে ফেললেন এবং তার উপর চড়ে বসে তার আঙ্গুল ধরে চিবুলেন। শয়তান তখন বলল, আমাকে ছেড়ে দিন। সাহাবী বললেন, এবারে না বলা পর্যন্ত তোমাকে ছাড়ব না। শয়তান তখন (নিরুপায় হয়ে) বলল, সূরা আল বাকারার প্রতিটি আয়াত এমন, যা পড়লে শয়তান পালিয়ে যায়। এবং যে ঘরে এই সূরাহ পড়া হয়, সে ঘরে শয়তান ঢুকতে পারে না।

(বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে মাসউদ (রাঃ)-কে তাঁর ছাত্রদের পক্ষ থেকে) প্রশ্ন করা হয়, হে আব্দুর রহমান! ওই সাহাবী কে ছিলেন? তিনি বলেন, হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) ছাড়া তোমরা অন্য কাউকে ভাবছ নাকি?

You may also like...

দুঃখিত, কপি করবেন না।