মদীনায় মুহাজিরিনের অবস্থা
মদীনা শরীফ তখন ইয়াসরিব নামে অভিহিত ছিল। সেখানকার আবহাওয়া বিদেশী লোকদের মোটেই অনুকূলে ছিল না। সেখানে জ্বর ও প্লেগ মহামারী আকারে দেখা দিত। বাইরের কোন ব্যক্তি মদীনায় প্রবেশ করার পূর্বে শহর এলাকার বাইরে থেকে তিনবার গাধার ন্যায় ডাক দিত। তাতে তারা মনে করত মদীনার জ্বর বা প্লেগ তাদের নিকট হতে দূর হয়ে যায়। মুসলমানগণ মদীনায় হিজরত করার পর তারা ভয়ানক জ্বরে আক্রান্ত হয়ে মক্কাকে স্মরণ করতেন এবং মদীনার আবহাওয়ার প্রতি অনেক অনুতাপ প্রকাশ করতেন। একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) সিদ্দিকে আকবরের গৃহে উপস্থিত হয়ে তাঁকে জ্বরে আক্রান্ত অবস্থায় দুঃখ প্রকাশ করতে দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে খোদা! আপনি মক্কাকে যেরূপ আমাদের মুয়াফিক ও প্রিয় করেছিলেন মদীনাকেও তদ্রূপ প্রিয় করে দিন এবং মদীনার জ্বরকে জোহদা নামক স্থানে স্থানান্তরিত করে দিন।
জোহদা মদীনার সন্নিকটে একটি স্থানের নাম। সেখানে তখন ইহুদিগণ বসবাস করত। রাসূল (সাঃ)-এর দোয়াতে মদীনার মহামারী জোহদাতে চলে গেল। তিনি এ দোয়ার পর রাত্রিতে স্বপ্নে দেখেন একজন কৃষ্ণকায়া কুশ্রী মেয়েলোক মদীনা হতে বের হয়ে জোহদার দিকে চলে যাচ্ছে। বস্তুত এ মেয়েলোকটি ওবা বা মহামারী। তখন হতে মদীনা পবিত্র হয়ে গেল। মদীনা দৈহিক ও আত্মিক রোগমুক্ত হল। রাসূলে পাক (সাঃ) বললেন, এখন হতে আর কেউ মদীনাকে ইয়াসরিব বলতে পারবে না। মদীনা তাইয়েবা, মদীনা তাইয়েবা অর্থাৎ পবিত্র-এভাবে তিনবার বলেছেন। মদীনার সাতটি দরজা আছে। প্রত্যেক দরজায় দু’জন করে ফেরেশতা আছে। দাজ্জাল ও প্লেগ মদীনায় প্রবেশ করতে পারবে না।
হাদিসে আরও বর্ণিত আছে, হাপর যেমন লৌহ হতে মরিচা দূর করে দেয় এমনিভাবে মদীনাও মন্দ লোক হতে এ শহরকে মুক্ত রাখবে। অন্য হাদিসে আছে, ইসলাম আরম্ভ হয়েছে গরীব অবস্থায় এবং শেষও হবে সে অবস্থায়। সাপ যেমন গর্তে আশ্রয় নেয়, ইসলামও তদ্রূপ মদীনায় আশ্রয় নিবে। এটাই ইসলামের শেষ আশ্রয়স্থল। মোটকথা, মদীনার জ্বর ও প্লেগ জোহদাতে এবং শাম দেশে স্থানান্তরিত হল।
যখন জোহদা মুসলমানদের করতলে আসল এবং হজ্জের মীকাত রূপে নির্ধারিত হল তখন হতেও জ্বর শাম দেশে বিতাড়িত হল।
শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফলে পৃথিবীর সর্বাধিক অস্বাস্থ্যকর স্থান চির স্বাস্থ্যকর স্থানে পরিণত হয়েছে। প্রতিকূল আবহাওয়া আজ বেহেশতী হাওয়ায় পরিণত হল। মদীনার অধিবাসীগণের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হল। তাদের দেহ সৌরভময় এবং সুগন্ধময় হল। মদীনার মাটিতে কুষ্ঠরোগী আরোগ্য হয়।