অনেকদিন আগের কথা,একটা পাখি রাজা আর পাখি রানির অনেক সুন্দর একটা পাখি রাজকন্যা হল,রাজা রানি তো অনেক খুশি, এত্ত সুন্দর একটা রাজকন্যা হইছে তাদের।কিন্তু একটা সমস্যা দেখা দিল, সেই রাজকন্যা এত্ত সুন্দর ছিল যে অনেকে তাকে চুড়ি করে নিয়ে যেত চাইত।রাজারানির ঘুম হল হারাম,তারা সারা রাত জেগে থেকে সেই রাজকন্যাকে পাহারা দিতে লাগল,রাজকন্যার একটুও কষ্ট হতে দিত না,তাদের সব স্বপ্ন,আশা ওই রাজকন্যা কে নিয়েই।তাদের যত খুশি,ভাললাগা ভালবাসা সেই রাজকন্যার জন্যে।রাজকন্যা যদি একটু কাঁদে তবে রানী তাকে বুকের মধ্যে নিয়ে কত আদর করে।একদিন রাজকন্যার অসুখ হল,রাজারানি খুব কাদতে শুরু করল,সারা রাত, সারা দিন জেগে থেকে রাজকন্যার সেবা করত থাকল,রাজারানি নিজের খাবারের কথায় ভুলে গেছিল এই কয়দিন।রানি তো সব সময় রাজকন্যাকে বুকের ভিতর জরিয়ে রাখত,আর আল্লাহ এর কাছে প্রে করত তার জিবনের বদলের যেন রাজকন্যাকে ভাল করে দেয়।একসময় রাজকন্যা ভাল হয়ে যায়,রাজা-রানির সে কি আনন্দ,
রাজকন্যা একটু একটু করে বড় হতে থাকে,রাজকন্যা তখনও উরতে শিখেনি। রাজারানি সারাক্ষন রাজকন্যাকে চোখে চোখে রাখত,নিজের খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে।একদিন রাজকন্যা হঠাৎ করেই রানীকে মা বলে ডাকল,রানী তো খুশিতে কেদেই দিল,কোলে নিয়ে কত আদর করল,রাজাকে যেদিন বাবা বলল রাজা তো সারা রাজ্যে মিষ্টি বিতরন করল এই খুশিতে।রাজকন্যা ধিরে ধিরে বড় হতে থাকে,রাজা আর রানী রাজকন্যা কে কত যত্নে ভালবাসায় উরতে শিখায়,নিজের পাখায় করে নিয়ে উরতে শিখায়।নিচে অনেক অনেক শিকারি ছিল সবার কাছ থেকে রাজকন্যাকে রক্ষা করে রাখে।যেদিন দেখল রাজকন্যা অনেক ভাল উরতে পারে খুশিতে রাজা আর রানি কেদেই দিল।রাজা রানি রাজকন্যাকে একটা স্কুলে ভতি করে দিল,প্রথম কয়েক বছর রাজা অথবা রানি তার সাথে স্কুলে যেত,দেখতে দেখতে রাজকন্যা অনেক বড় হয়ে গেল,সাথে দেখতে অনেক অনেক সুন্দর হল।রাজা রানী ভাবল এবার রাজকন্যা একলা স্কুলে যেতে পারবে,রাজকন্যা তো তখন অনেক বড়।। রাজা রানী রাজকন্যা কে বলল খুব সাবধানে যাতায়াত করবে,পথে কিন্তু অনেক শিকারি আছে,তোমায় অনেক কিছু বলে তার সাথে নিয়ে যাবে,অনেক লোভ দেখাবে,অনেক ভাল ভাল কথা বলবে।যাই হোক রাজকন্যা তার স্কুল জিবনে শেষ করে,কলেজ জিবনে পা দেয়।।তখন রাজা আর রানী রাজকন্যাকে বলল,মা রে তুমি বড় হইছ, একটু সাবধানে চল,কোন শিকারির কাছে ধরা দিও না।রাজকন্যা অনেক অনেক সুন্দর ছিল,অনেক শিকারি তাকে পেতে চাইত।
একদিন রাজা বলল এই রাজ্যের শেষ সীমানায় একটা অসম্ভব সুন্দর রাজকুমার তোমার জন্যে অপেক্ষা করছে,হাতে এক গোছা গোলাপ ফুল নিয়ে,যে তোমার জন্যেঅনেকদিন থেকে অপেক্ষা করছে,যে তোমাকে অনেক অনেক ভালবাসবে,তোমায় সুখে রাখবে,তুমি তার কাছে যাও।রাজকন্যা রাজারানি কথা মত রাজকুমারের উদ্দেশ্য উড়াল দেয়।।যাবার আগে রাজা রানী বলে”, মা রে পথে অনেক শিকারি ছদ্ম বেশে তোমাকে ভুলাতে চাইবে,তোমাকে অনেক অনেক ভাল ভাল কথা বলবে,কেউ তোমার দিকে ঢিল ছুরবে,কেউ মিথে ভালবাসার তীর ছুরবে,তুমি কারও কাছে ধরা দিবে না,তুমি তোমার গন্তব্যে উড়ে যাবে,এই পথটুকু পেরুতে পারলেই তুমি পেয়ে যাবে তোমার উপযুক্ত রাজকুমার,যে তার বুকে ভালবাসা জমিয়ে রেখেছে শুধু তোমার জন্যেই।”রাজকন্যা তো উরাল দিল,দেখল পথে অনেকক শিকারি তাকে ধরার জন্যে কত ফাদপেতে রেখেছে,কত জন রাজকুমার সেজে তার দিকে ভালবাসার তীর ছুরছে।কিন্তু রাজকন্যা কারও কাছে ধরা দেয়। কিন্তু একটা সময় এক রাজকুমাড়ের কাছে ধরা দেয় সব ভুলে গিয়ে,রাজকুমারের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে,তার বাইরের রুপ দেখে রাজকন্যা তার প্রেমে পড়ে যায়,ভুলে যায় তার আসল গন্তব্য।সে রাজকুমারের সাথে তার বারিতে যায়।কয়েকদিন খুব ভালয় কাটে,কিন্তু কিছুদিন পড় রাজকন্যা বুঝতে পারে আসলে এ কোন রাজপুত্র না,এ শিকারি,শিকার করাই এর কাজ,ও ছদ্ম বেশে তাকে ভুলিয়েছে,কিন্তু ততোদিনে রাজকন্যা তাকে সত্যিই অনেক ভালবেসে ফেলে।কিন্তু সেই ছদ্মবেশি রাজপুত্র আই মীন শিকারি তাকে ফেলে চলে যায় নতুন শিকারের খোঁজে, আর এ দিকে দুঃখে,কষ্টে রাজকন্যা নিজেকে শাস্তি দিতে থাকে,না খেয়ে থাকে,নিজের পালক ছিরে, নিজেই নিজেকে রক্তাক্ত করে,সে ভুলে যায় তার বাবা মায়ের কথা,যারা তাকে এতদিন আগলে রেখেছে,রাতের পর রাত,দিনের পর দিন না খেয়ে,না ঘুমিয়ে তাকে বড় করেছে,এত ভালবাসা,আর যত্ন নিয়েছে।রাজকন্যা সবাইকে বলতে থাকে পৃথিবীতে ভালবাসা বলে কিছু নেই।সবাই একমত।কিন্তু এ দিকে বেচারা রাজপুত্র রাজকন্যার জন্যে অপেক্ষা করতে থাকে,তার জন্যে নতুন করে ঘর সাজাই,কত রংগের ফুলে বাগান বানায়,আরও কত কি?রাজকন্যা নিজেকে যখন প্রায় শেষ করে ফেলেছে তখন মনে পড়ে তার সেই রাজপুত্রের কথা, তার গন্তব্যের কথা,সে আবার অনেক কষ্টে আকাশে উড়াল দেয়,অনেকবার করে পড়ে যায়,কিন্তু তবুও হাল ছারে না,আবার উড়াল দেয়,অনেক কষ্টে একসময় পৌছে যায় তার সেই রাজপুত্রের কাছে,যে রাজপুত্র তার জন্যে এতদিন অপেক্ষা করছিল। রাজকন্যা রাজপুত্রকে দেখে তো অবাক,এত সুন্দর রাজপুত্র,রাজকন্যার জন্যে এত সুন্দর করে বাড়ি সাজিয়েছে,এত ফুলে বাগান সাজিয়েছে,এত বেশি রাজকন্যাকে কেউ ভালবাসতে পারে কখনও ভাবতেও পারেনি।রাজকন্যা তার ভুল বুঝতে পারে,সে মিথ্যে মায়ায়,মিথ্যে ছলনায় ভুলে শিকারির কাছে ধরা দিয়েছিল,যে ভুলের কারনে তাকে এত কষ্ট, এত গোঞ্জনা সয্য করতে হল।সে যদি তার গন্তব্যে চলে যেত,কোন ছলনায় না ধরা দিয়ে তবে সে এই কষ্ট পেত না,যাই হোক সব ভুলে রাজকন্যা আবার সুখের দেখা পায়,তার কাংখিত সেই সুখ, সত্যিকারের ভালবাসার দেখা পায়।
বিদ্র:-ফেসবুকের সব আপুমনিদের বলছি,এটা আমার কল্পিত গল্প,কিন্তু বাস্তবে এর মিল অনেক অনেক বেশি।এই রাজকন্যাটা আর কেউ নয় তোমার মতয় কেউ।আমি জানি যে সব আপুমনিরা ফেসবুক ব্যবহার করেন,তার অনেক বুদ্ধিমতি।আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছ।
আমি জানি আমার ফেসবুক আপুমনিরা এই ভুল কখনও করবেনা,যদি ভুল করে করেও তবে ঠিক শুধরে নিবে।আমি তো জানি আমার আপুমনিরা এই রাজকন্যার থেকেও অনেক অনেক সুন্দর।হয়ত ভাবছ আমি তো দেখতে তত সুন্দর না?আমি তো দেখতে কালো,শ্যামা?ভুল ভাবছ আপু,সুন্দর বাইরের রুপে হয়না,সুন্দর হয় মনের রুপে,যার মনের রুপ যত ভাল,যার মনটা যত সাদা সে তত সুন্দর।আমি সব সময় বলি কালো সুন্দর,শ্যামা সুন্দর,সাদা সুন্দর, সুন্দর আসলে সবি।আপুরে রাত তো কালোই সুন্দর,দিন তো সাদাই সুন্দর।তুমি সুন্দর বলেই কাউকে এতটা ভালবাস,নিজের কেউ মারা গেলে,কিছু হলে,কষ্ট পেলে এতটা কাদ।তাই নিজেকে অসুন্দর ভাবার কিছুই নেই।আমি জানি আমার অনেক আপুমনি ভুল করে তার গন্তব্যের কথা ভুলে গিয়ে আজ কষ্ট পাচ্ছ, আজ বলছ পৃথিবীতে ভালবাসা বলে কিছুই নেই।তুমি ভুল ভাবছ আপু,পৃথিবীতে সত্যিকারের ভালবাসা আছে,অনেক ভাল ছেলে আছে।শুধু তাদের খুজে নিতে হয়।তুমি যদি তোমার গন্তব্যে উড়ে যেতে,কোন শিকারির কাছে ধরা না দিয়ে তবেই বুঝতে সত্যিকারের ভালবাসা কাকে বলে,আপুরে যে ছেলেরা ছ্যাকা দেয় তাদের কোন দোষ নেই।তারা তো শিকারি,তারা তো শিকার করবেই।তুমি সুন্দর পাখি সবাই তোমাকে পেতে চাইবে, এতে কোন দোষ নেই।তুমি পাখি তুমি ধরা না নিয়ে নিজ ঠিকানায় চলে যাও,দেখবে সুখ কি জিনিস।যারা ভুল করেই ফেলছ তার সংশোধন আছে আপু,অযথা নিজেকে কষ্ট দিচ্ছ কেন?তোমার জন্যে তো রাজপুত্র অপেক্ষা করছে, অনেক অনেক সুখ অপেক্ষা করছে, শুধু একটি বার উঠে দারাও,নিজের গন্তব্যে পৌছে যাও,জানি কষ্ট হবে,হোক না একটু কষ্ট, এর পরই তো সুখ আছে।আমি জানি আপু তুমি পারবে,অবশ্যই পারবে,কি পারবেনা আপু?
আপুরে আমি এত্ত কিছু বলছি এতে আমার কোন স্বাথ নেই।আমি চাইনা আমার আর কোন আপু সুইসাইড করুক,হাত কাটুক,সুইসাইড এর চেষ্টা করুক, আমি চাই আমার সব আপুমনি অনেক অনেক সুখি হোক,সত্যিকারের ভালবাসা খুজে পাক।আপুরে আমার নিজের কোন বোন নেই,আমি জানি আপু কি জিনিস।অনেক ব্যস্ততার মধ্যে আছি।গত ৩-৪ মাস নতুন কোন গল্প লিখিনি,সময় পাইনি,কোন পেজে প্রকাশ করিনি কিন্তু আজ কষ্ট করে লিখলাম,শুধু মাত্র তোমার জন্যেই।আমি জানি আমার এই কষ্ট করে লিখা বৃথা যাবেনা,আমার সব আপুমনিরা সচেতন হবে,কোন ভুল করলে ঠিক শুধরে নিবে।সব আপুমনিদের জন্যে রইল অনেক অনেক শুভ কামনা।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।