তালুত ও জালুতের কাহিনী-৩য় পর্ব

তালুত ও জালুতের কাহিনী-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

 যারা অল্প পানি পান করে ছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশত তের জন। তারা সকলেই সুস্থ ছিল। তালুত অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুতের সাথে যুদ্ধ করতে অগ্রসর হলেন। অল্প সংখ্যক সৈন্যদের মাঝে ছিলেন যুবক হযরত দাউদ (আঃ) তার ছয় ভাই ও পিতা। হযরত দাউদ (আঃ) এ যাত্রার পথ চলার সময় মাঠ থেকে তিনটি পাথর কুড়িয়ে নিয়েছিলেন এ পাথরগুলো তার নিকট সংরক্ষিত ছিল। তিনি যুদ্ধের জন্য এই পাথরকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র মনে করে বুকের সাথে লাগিয়ে রেখেছিলেন। 

ওদিকে জালুত কয়েক লক্ষ্য অস্ত্রধারী সৈন্য নিয়ে তালুতের সৈন্যদের অপেক্ষায়  পথ চেয়েছিল। যখন জালুত দেখল, মাত্র তিনশত তের জন সৈন্য নিয়ে তালুত যুদ্ধ ময়দানে এসে হাজির হয়েছে। তখন সে একটি অট্টহাসি দিয়ে বললেন, এ ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে অবর্তীন হওয়া অত্যন্ত লজ্জাকর ব্যাপার। বনি ইসরাইল সৈন্যেরা জালুতের বিশাল বাহিনী দেখে বলল, আমরা ক্ষুদ্র সংখ্যক সৈন্যরা এ বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব না। 

অতএব আমাদের আত্নসমার্পণ করা ছাড়া উপায় নেই। আবার কেউ কেউ বলল, আমরা যদিও সংখ্যায় কম তবে আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আমারা এ বিশাল সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করবো। নিশ্চয় আল্লাহ আমাদের কে মদদ করবেন। অনেক ক্ষেত্রে আল্লাহ তায়ালা ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর মকাবেলায় জয়যুক্ত করে থাকেন।    

বনি ইসরাইলেরা জালুতের সৈন্যদের সম্মুখে এসে জাহির হল। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে তারা বলল, হে দয়াময়! আমরা তোমার নবীর নির্দেশক্রমে এ জেহাদে অবর্তীন হয়েছি। তুমি আমাদের সাহায্য কর যেন আমরা কাফেদের সাথে যুদ্ধে বিজয়ী হতে সক্ষম হই। তুমি আমাদের কে দৃড় রেখ, আমাদের প্রয়োজনীয়ও শক্তি দান কর। জালুত বনি ইসরাইল নগণ্য সৈন্য দেখে দূত প্রেরণ করে তালুত কে জানিয়ে দিল, তোমার ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলে আমার আমার ইজ্জত রক্ষা পাবে না।

 তার চাইতে তোমরা আমার কাছে আত্নসমর্পণ কর। যদি এ কথায় তোমরা রাজি না হও তবে প্রথমে আমার একার সাথে তুমি মল্ল যুদ্ধে অবর্তীন হও। যার মাধ্যমে আমি পরখ করে দেখব তোমরা যে, তোমরা যুদ্ধে লায়েক কিনা। জালুতের কথা শুনে তালুত দূতকে বলে দিলেন, জালুত যেন আমাদের ক্ষুদ্র দল দেখে মনে না করে যে, আমরা  দূর্বল। আমাদের সাথে মহান পরাক্রমশালী আল্লাহ তায়ালা রয়েছেন।  অতএব জালুতের বিশাল সৈন্য বাহিনীকে আমরা পরোয়া করি না। যারা আল্লাহর রহমতের উপর নির্ভর করে যুদ্ধ অবরন হয় তারা ক্ষুদ্র হলেও বিজয়ী হয়ে থাকে। এর অসংখ্য নজির পৃথিবীতে বিরাজমান হয়েছে। এ কথা বলে তিনি দূতকে বিদায় করলেন।

তালুত ও জালুতের কাহিনী-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

Written By

More From Author

You May Also Like

শেয়াল ও মুরগি

এক বাগানের একটি খাঁচায় একপাল মুরগিছানা থাকত ওদের মায়ের সঙ্গে। ওরা ছিল বেশ শান্ত-সুবোধ। কেউ…

ছাগল ও সিংহ

ক্লাসে কিছু ছাত্র থাকে যারা- যেমন বুদ্ধিমান তেমনি জ্ঞানী। আবার কিছু ছাত্র আছে যাদের স্মৃতি…

সততার মূল্য

‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’—এ প্রবাদটি আমরা সবাই জানি। কেবল প্রবাদে নয়, পবিত্র কোরআন ও হাদিসেও সততার…

তালুত ও জালুতের কাহিনী-৩য় পর্ব

তালুত ও জালুতের কাহিনী-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

 যারা অল্প পানি পান করে ছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশত তের জন। তারা সকলেই সুস্থ ছিল। তালুত অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুতের সাথে যুদ্ধ করতে অগ্রসর হলেন। অল্প সংখ্যক সৈন্যদের মাঝে ছিলেন যুবক হযরত দাউদ (আঃ) তার ছয় ভাই ও পিতা। হযরত দাউদ (আঃ) এ যাত্রার পথ চলার সময় মাঠ থেকে তিনটি পাথর কুড়িয়ে নিয়েছিলেন এ পাথরগুলো তার নিকট সংরক্ষিত ছিল। তিনি যুদ্ধের জন্য এই পাথরকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র মনে করে বুকের সাথে লাগিয়ে রেখেছিলেন। 

ওদিকে জালুত কয়েক লক্ষ্য অস্ত্রধারী সৈন্য নিয়ে তালুতের সৈন্যদের অপেক্ষায়  পথ চেয়েছিল। যখন জালুত দেখল, মাত্র তিনশত তের জন সৈন্য নিয়ে তালুত যুদ্ধ ময়দানে এসে হাজির হয়েছে। তখন সে একটি অট্টহাসি দিয়ে বললেন, এ ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে অবর্তীন হওয়া অত্যন্ত লজ্জাকর ব্যাপার। বনি ইসরাইল সৈন্যেরা জালুতের বিশাল বাহিনী দেখে বলল, আমরা ক্ষুদ্র সংখ্যক সৈন্যরা এ বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব না। 

অতএব আমাদের আত্নসমার্পণ করা ছাড়া উপায় নেই। আবার কেউ কেউ বলল, আমরা যদিও সংখ্যায় কম তবে আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আমারা এ বিশাল সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করবো। নিশ্চয় আল্লাহ আমাদের কে মদদ করবেন। অনেক ক্ষেত্রে আল্লাহ তায়ালা ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর মকাবেলায় জয়যুক্ত করে থাকেন।    

বনি ইসরাইলেরা জালুতের সৈন্যদের সম্মুখে এসে জাহির হল। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে তারা বলল, হে দয়াময়! আমরা তোমার নবীর নির্দেশক্রমে এ জেহাদে অবর্তীন হয়েছি। তুমি আমাদের সাহায্য কর যেন আমরা কাফেদের সাথে যুদ্ধে বিজয়ী হতে সক্ষম হই। তুমি আমাদের কে দৃড় রেখ, আমাদের প্রয়োজনীয়ও শক্তি দান কর। জালুত বনি ইসরাইল নগণ্য সৈন্য দেখে দূত প্রেরণ করে তালুত কে জানিয়ে দিল, তোমার ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলে আমার আমার ইজ্জত রক্ষা পাবে না।

 তার চাইতে তোমরা আমার কাছে আত্নসমর্পণ কর। যদি এ কথায় তোমরা রাজি না হও তবে প্রথমে আমার একার সাথে তুমি মল্ল যুদ্ধে অবর্তীন হও। যার মাধ্যমে আমি পরখ করে দেখব তোমরা যে, তোমরা যুদ্ধে লায়েক কিনা। জালুতের কথা শুনে তালুত দূতকে বলে দিলেন, জালুত যেন আমাদের ক্ষুদ্র দল দেখে মনে না করে যে, আমরা  দূর্বল। আমাদের সাথে মহান পরাক্রমশালী আল্লাহ তায়ালা রয়েছেন।  অতএব জালুতের বিশাল সৈন্য বাহিনীকে আমরা পরোয়া করি না। যারা আল্লাহর রহমতের উপর নির্ভর করে যুদ্ধ অবরন হয় তারা ক্ষুদ্র হলেও বিজয়ী হয়ে থাকে। এর অসংখ্য নজির পৃথিবীতে বিরাজমান হয়েছে। এ কথা বলে তিনি দূতকে বিদায় করলেন।

তালুত ও জালুতের কাহিনী-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

Written By

More From Author