হুজুরের ইলিশ মাছ খাওয়া

[ঘটনাটি সত্যি – গল্পটি তার উপড়ে ভিত্তি করে লেখা আর চরিত্রগুলো কাল্পনিক]

বড় হুজুরের মন আজকে অনেক ভাল। মাদ্রাসায় ছেলেমেয়েদের দাখীল পরীক্ষার ফলাফল দিয়েছে আজকে। আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা সবাই খুব ভাল ভাল ভাবে কৃতকার্য হয়েছে পরীক্ষায় । খুশীমনে বাসায় ফেরার পথে হুজুর তাই বাজাতে ঢুকে একটা বড় ইলিশ মাছ কিনে ফেললেন। আজকে একটু ভাল মন্দ খাওয়া হোক – মনে মনে এই ভাবনা হুজুরের।

“আস-সালামু-আলাইকুম বিবিজান!”

“ওয়ালাইকুম-আস-সালাম! কি ব্যাপার আজ এত খুশী খুশী যে?”

“সত্যিই তাই বিবি, মনটা খুব খুশি। আজকে দাখীল পরিক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, সবাই আল্লাহর রহমতে বেশ ভাল ফলাফল করেছে। দেখনা সেই খুশীতে একটা বড় ইলিশ মাছ কিনে ফেললাম।”  হাসিমুখে বিবিকে জবাব দিলেন বড় হুজুর।

ইলিশ মাছ বড় হুজুরের খুবই প্রিয় – একথা উনার বিবি ভাল করেই জানতেন। তাই অনেক যত্ন করে রান্না করলেন মাছটা। তারপর খাবার সাজিয়ে খেতে ডাকলেন – “কইগো আসো ভাত খেয়ে যাও।”

খেতে বসলেন বড় হুজুর। বিবি পাখা হাতে বাতাস করতে করতে জানতে চাইলেন – “কেমন হয়েছে খাবার? খেতে পারছেন তো”

হুজুর পরিতৃপ্তির সাথে খেতে খেতে জবাব দিলেন – ” শোকর আল-হামদুলিল্লাহ!”

স্বামীর খাওয়া শেষ হতেই এবার বিবি খেতে বসলেন । কিন্তু একি! খাবার এত পানসে কেন? হায় হায় আজকেতো ইলিশ মাছে লবনই দিতে ভুলে গেছেন আমাদের হুজুর পত্নী। ছুটে গেলেন তিনি স্বামীর কাছে – “আমাকে ক্ষমা করে দাও – আজকে মাছের তরকারীতে আমি লবন দিতে ভুলে গেছি। আমার অনেক ভুল হয়ে গেছে।” বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে উঠে বিবির চোখ।

হুজুর স্বাভাবিকভাবে হেসে বিবিকে বললেন – “তুমি শান্ত হও বিবি। তোমার কোন ভুল হয়নি। আল্লাহ-পাক আজকে আমার রিজিকে রেখেছিলেন – বিনা লবনের ইলিশ মাছ – আমি তাই খেয়েছি। আর শোকরিয়া আল্লাহ পাকের আমার রিজিকদাতার।”

আল্লাহর প্রতি স্বামীর অগাধ বিশ্বাস দেখে গভীর ভালবাসা আর শ্রদ্ধাবোধে ভরে উঠে বিবির মন।

[গল্পের নৈতিক উপদেশঃ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকেই মানুষের মনে জন্ম নেয় সন্তুষ্টি আর প্রশান্তি – কোন না পাওয়াতেই থাকে না কোন কষ্ট। মানুষ হয় ধৈর্যশীল আর অন্যের প্রতি সহানুভুতিশীল। আল্লাহ আমাদের শোকর গোজার মানুষদের অন্তঃর্ভূক্ত করে নিন – আমীন!]

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!