কবর দেওয়ার পর পূণর্জীবন লাভ

মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া নামক জনৈক ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে যথাস্থানে দাফন করা হয়। এদিকে রাতের বেলা কাফন চোরেরা কাফন চুরির জন্য তার কবরটি সম্পূর্ণ খুলে ফেলে। দুস্কৃতিকারীরা কবর খোলা মাত্রই উক্ত কবরে সমাধীস্থ ব্যক্তি উঠে বসে এবং তৎক্ষনাৎ সে দ্রুত দৌড়ে এসে নিজের বাড়িতে পৌঁছে যায়। এভাবে কবর থেকে উঠে আসার পর সে দীর্ঘদীন যাবত জীবিত ছিল। তাকে কাফনওয়ালা বা নিজের কাফন বাহক বলে ডাকা হত।

এমনিভাবে আরেকজন লোককে সমাধিস্থ করা হলে কাফন চুরির জন্য কাফন চোরেরা যখন কবর খুললো, তখন সে জীবিত হয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এ ঘটনার পর বহুদিন জীবিত ছিল। এ দীর্ঘ সময়ে মহান আল্লাহ তায়ালা তাঁর ঔরশে একটি পুত-পবিত্র সন্তানও দান করেছিলেন, যার নাম ছিল আব্দুল মালেক।

Written By

More From Author

You May Also Like

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

কবর দেওয়ার পর পূণর্জীবন লাভ

মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া নামক জনৈক ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে যথাস্থানে দাফন করা হয়। এদিকে রাতের বেলা কাফন চোরেরা কাফন চুরির জন্য তার কবরটি সম্পূর্ণ খুলে ফেলে। দুস্কৃতিকারীরা কবর খোলা মাত্রই উক্ত কবরে সমাধীস্থ ব্যক্তি উঠে বসে এবং তৎক্ষনাৎ সে দ্রুত দৌড়ে এসে নিজের বাড়িতে পৌঁছে যায়। এভাবে কবর থেকে উঠে আসার পর সে দীর্ঘদীন যাবত জীবিত ছিল। তাকে কাফনওয়ালা বা নিজের কাফন বাহক বলে ডাকা হত।

এমনিভাবে আরেকজন লোককে সমাধিস্থ করা হলে কাফন চুরির জন্য কাফন চোরেরা যখন কবর খুললো, তখন সে জীবিত হয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এ ঘটনার পর বহুদিন জীবিত ছিল। এ দীর্ঘ সময়ে মহান আল্লাহ তায়ালা তাঁর ঔরশে একটি পুত-পবিত্র সন্তানও দান করেছিলেন, যার নাম ছিল আব্দুল মালেক।

Written By

More From Author