আসহাবে কাহাফের নিদ্রা ভঙ্গের ঘটনা- পর্ব ১

আসহাবে কাহাফগণ গুহার অভ্যন্তরে এক নাগাড়ে তিনশত নয় বছর নিদ্রামগ্ন থেকে চেতনা লাভ করলেন এবং একে অপরকে সজাক করলেন। প্রত্যেকের শরীরে ও বসনে ধুলা ময়লার স্তুপ ছিল। সকলে নিজ নিজ শরীরের ধুলা ময়লা ঝেড়ে নিলেন। অতঃপর নিজেরা জিজ্ঞাসাবাদ করলেন – আমরা কতক্ষোণ নিদ্রামগ্ন ছিলাম? উত্তরে কেউ বললেন, একদিন। কেউ বললেন একদিনের অংশবিশেষ। এ বিষয় পবিত্র কোরআনে আসহাবে কাহাবের কথোপকথনের অংশবিশেষ উদৃত হয়েছে।

আসহাবে কাহাফের নিদ্রা ভঙ্গের পরে তাঁরা খুব ক্ষুধা অনুভব করলেন। তখন একজনে পকেট থেকে একটি রৈপ্য মুদ্রা বের করে এমলেখা নামক এক সঙ্গীকে দিয়ে বললেন – গুহার বাইরে গিয়ে এ টাকা দ্বারা নিকটস্থ বাজার থেকে কিছু খাবার নিয়ে আস। খুব দ্রুত ফিরে এস এবং সাবধানতা অবলম্বন কর যেন কেউ তোমাকে চিহ্নিত করতে না পারে।

এমলেখা নিজ পরিচ্ছদ আরো একটু ঝেড়ে মুছে রওনা করলেন। গুহার উপরে উঠে যা দেখলেন তাতে তিনি অবাক হলেন। তাঁর কাছে সব কিছু নতুন বলে মনে হ। যে পথে তাঁরা এখানে এসেছিলেন তার কোন চিহ্ন তার দৃষ্টিগোচর হল না। মনে মনে তিনি ভাবলেন হয়তা আমার দৃষ্টিতে ভ্রান্তি দেখা দিয়েছে। তাই তিনি আর বিলম্ব না করে অদূরবর্তী দৃশ্যমান এক জনপদের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছে দেখলেন, এক বিরাট বাজার। বিভিন্ন মালপত্র ও খাদ্য সামগ্রীর মহাসমারোহ। তিনি এক রুটির দোকানে পৌঁছে রৌপ্য মুদ্রাটি দোকানদারের সামনে রেখে বললেন, ভাই সাহেব! আমাকে এক টাকার রুটি দিন। দোকানদার আগন্তুকের হাতের রৌপ্য মুদ্রাটি দেখে অবাক হল এবং সজোরে বলল, তুমি এ রৌপ্য মুদ্রা কোথায় পেলে? এটা এ যুগের মুদ্রা নয়। বিগত কয়েকশত বছর পূর্বের মুদ্রা।  নিশ্চয়ই তুমি এটা গুপ্তধন হিসেবে নির্জন কোথা থেকে লাভ করেছ। এখন এ গুপ্তধন লাভের স্থানটির কথা আমাকে বল এবং যে সমস্ত মুদ্রা তুমি সেখান থেকে লাভ করেছ সেগুলি এখনই আমাকে দিয়ে দাও। অন্যথায় তোমার বিপদ হবে।

এমলেখা দোকানদারের কথা শুনে হতবাক হয়ে গেলেন। তিনি কিছু সময় নিস্তব্ধ থেকে অত্যন্ত কাকুতিএ সাথে সঠিক ঘটনা খুলে বলল। দোকানদার এমলেখার কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করল না সে পুনরায় ধমকের স্বরে বলল, তুমি যদি আমার কথা মত কাজ না কর তাহলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব। তোমার নামে রাজদরবারে মোকদ্দমা দায়ের হবে। এমলেখা দোকানদারের কথায় অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং আল্লাহর কছম করে তিনি তাঁর বক্তব্যের পুনরুল্লেখ করলেন। দোকানদার এমলেখার কথায় বিশ্বাস স্থাপন করতে না পেরে পুলিশ ডাকল। পুলিশ ও জনতার এক বিরাট ভীড় জমল। এমলেখা বার বার একই কথা বলে যেতে লাগলেন। তখন পুলিশ এমলেখাকে নিয়ে রাজদরবারের দিকে রওনা করল।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

আসহাবে কাহাফের নিদ্রা ভঙ্গের ঘটনা- পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।