ইসলামিক গল্প

এক ছেলে তার
বাবাকে বলছে
সামনের
মাসে আমার
পরীক্ষার ফলাফল
দিবে। আমি A+
পাইলে আমাকে একটা মটর
বাইক
কিনে দিতে হবে।
পরীক্ষা যে দিন
শেষ হয় তখন
ছেলে খুব
খুশী হয়ে বাবার
কাছে এসে বলছে বাবা আমি A
+ পেয়েছি । এইবার
কিন্তু
আমাকে বাইক
একটা কিনে দিতেই
হবে ।
বাবা বললেন
আমি তোমার
উপহার তোমার
পড়ার টেবিলের
উপর রেখে এসেছি ।
ছেলে গিয়ে দেখল
একটা বাক্স
ছেলে ভাবতে লাগল
এটাতে চাবি আছে ।
কিন্তু
খুলে দেখে এর
ভেতরে একটা কোরান
শরীফ । ছেলে রাগ
করে বাবার
সাথে কথা বলা বন্ধ
করে দিল ।
এবং কয়েকদিন
পরেই
বিদেশে চলে গেল
পড়ালেখা করার
জন্য । বিদেশ
যাওয়ার পর বাবার
সাথে কোন
যোগাযোগ করে নাই
ছেলেটা । কয়েক
বছর পর একদিন
কল আসল
ছেলেটির কাছে ।
জানতে পারল
বাবা খুব অসুস্থ ,
কিন্তু
ছেলেটি বাবাকে দেখতে যায়ন
কয়েকদিন পর
ছেলেটির
কাছে আরেকটি কল
আসে ।
জানতে পারল তার
বাবা মারা গেছেন ।
বাবা’র মারা যাবার
পর
ছেলেটি দেশে আসে কারণ
ঘরবাড়ি সব তার
নামে করে দিয়ে গেছেন
তার বাবা এবং এই-
সবকিছু তাকেই
দেখাশোনা করতে হবে ।
তারপর একদিন
ছেলেটির তার
বাবা কথা মনে পড়ল
এবং বাবার
ঘরে গিয়ে কাঁদতে লাগল
। হটাৎ দেখল তার
বাবার পড়ার
টেবিলের
উপরে রাখা সেই
বাক্স , যে বাক্স
তার
বাবা তাকে দিয়েছিলেন
উপহার হিসেবে।
ছেলে উজু
করে এসে কোরান
শরীফটা হাতে নিলো এবং পড়া করল
। হটাৎ করেই
কোরান শরীফের
ভেতর
থেকে একটা চাবি পড়ল

ছেলেটি পাতা উল্টানো শুরু
করল
এবং একটা চিঠি পেল

যেখানে লিখা ছিল
বাবা আমি অনেক
খুশী যে তুমি A +
পেয়েছ ।
আমি চাইব
তুমি আল্লাহ’র
পরীক্ষাতেও এই
ভাবে A+ পাও । আর
এই
চাবিটা হচ্ছে তোমার
নতুন মটর-
বাইকের চাবি ,
আমাদের
গ্যারেজে রাখা আছে তোমার
নতুন বাইক ।
ছেলেটির
চোখে জল
চলে আসিলো ।
ছেলেটি গ্যারেজে গেল
এবং দেখতে পেল
তার
সবচেয়ে পছন্দের
বাইক
সেখানে রাখা ।কিছু
শিখতে চাইলে শেখার
চেষ্টা করিয়েন ।
যেমনঃ আমরা প্রায়ই
আল্লাহর
দেয়া অনেক কিছুই
গ্রহন
করি না কারন
আমরা যেভাবে চাই
সেভাবে আল্লাহ
আমাদেরকে দেন
না । অথচ সেটার
মধ্যেই
আছে আমদের
জন্য কল্যান
তা আমরা ভুলে যাই।

দুঃখিত!