কুদৃষ্টি এবং প্রেম প্রেম খেলার মারাত্মক ক্ষতি

একজন মুদি দোকানীর অনেক সন্তান। দোকান চালানোর অবসরে সে এক ধনী পরিবারের টিউশনি করতে লাগলো। সেখানে অন্য কয়েকটি ছেলে মেয়েও তার কাছে পড়তে এলো। মুদি দোকানী ভালো কবিতা আবৃত্তি করতে পারতো। সে ছেলেমেয়েদের প্রতি কুদৃষ্টি দিতে শুরু করলো।

ফলে তার উপর আল্লাহর আযাব নেমে এলো। তার রাতের ঘুম নষ্ট হয়ে গেল। দোকানের কাজে মনোযোগ রইল না। ঘরে ছেলেমেয়েরা না খেয়ে থাকতে লাগলো। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। চোখ ভেতরে ঢুকে গেল।

সে বসে বিরহের ও বিচ্ছেদের কবিতা আবৃত্তি করতো। মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারেন একমাত্র মহান আল্লাহ। একদিন আমার সাথে তার দেখা হলো। কেমন আছে জিজ্ঞেস করায় বলল, দোকান চলে না ছেলেমেয়ে ঘরে না খেয়ে আছে। মনে শান্তি নেই সব সময় আগুন জ্বলে।

তিন মাস যাবত ঠিকমতো ঘুমাতে পারি না। একজন বুজুর্গের নাম বলুন যার কাছে গেলে শান্তি পাওয়া যাবে। ( রুহ কি বিমারিয়া আওর উনকা এলাজ)

Written By

More From Author

You May Also Like

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

কুদৃষ্টি এবং প্রেম প্রেম খেলার মারাত্মক ক্ষতি

একজন মুদি দোকানীর অনেক সন্তান। দোকান চালানোর অবসরে সে এক ধনী পরিবারের টিউশনি করতে লাগলো। সেখানে অন্য কয়েকটি ছেলে মেয়েও তার কাছে পড়তে এলো। মুদি দোকানী ভালো কবিতা আবৃত্তি করতে পারতো। সে ছেলেমেয়েদের প্রতি কুদৃষ্টি দিতে শুরু করলো।

ফলে তার উপর আল্লাহর আযাব নেমে এলো। তার রাতের ঘুম নষ্ট হয়ে গেল। দোকানের কাজে মনোযোগ রইল না। ঘরে ছেলেমেয়েরা না খেয়ে থাকতে লাগলো। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। চোখ ভেতরে ঢুকে গেল।

সে বসে বিরহের ও বিচ্ছেদের কবিতা আবৃত্তি করতো। মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারেন একমাত্র মহান আল্লাহ। একদিন আমার সাথে তার দেখা হলো। কেমন আছে জিজ্ঞেস করায় বলল, দোকান চলে না ছেলেমেয়ে ঘরে না খেয়ে আছে। মনে শান্তি নেই সব সময় আগুন জ্বলে।

তিন মাস যাবত ঠিকমতো ঘুমাতে পারি না। একজন বুজুর্গের নাম বলুন যার কাছে গেলে শান্তি পাওয়া যাবে। ( রুহ কি বিমারিয়া আওর উনকা এলাজ)

Written By

More From Author

You May Also Like

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

মাতৃভক্তি

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবি কালিদাস রায় তার ‘মাতৃভক্তি’ কবিতাটি পড়েছো। এ কবিতায়…