রাসূল (সাঃ)-এর হিজরত-পর্ব ২
রাসূল (সাঃ)-এর হিজরত-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
হযরত আবু বকর (রাঃ) গর্তে অবতরণ করলেন এবং দেখতে পেলেন বহু ছিদ্র। তিনি সমস্ত ছিদ্রগুলো কাপড়ের টুকরা দ্বারা বন্ধ করে দিলেন। কিন্তু একটি ছিদ্র বাকী রইল। তা বন্ধ করার মত তাঁর নিকট কিছু ছিল না। তাই স্বীয় পা দ্বারা তা বন্ধ করলেন। হযরত রাসূলে পাক (সাঃ) নগ্নপথে পথ চলার কারণে কাকর-প্রস্তরের আঘাতে তাঁর কদম মোবারক ক্ষত-বিক্ষত হয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে।
রাসূলে পাক (সাঃ) হযরত আবু বকর (রাঃ) এর উরুর উপরে শয়ন করলেন। তিনি নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন। ঘটনাক্রমে গর্ত হতে একটি সাপ মাথা বের করার চেষ্টা করল। হযরত সিদ্দিকে আকবর (রাঃ) স্বীয় বস্ত্র ছিড়ে তার গতিপথ বন্ধ করে দেন। সাপটি অন্য ছিদ্র দিয়ে বের হওয়ার চেষ্টা করল হযরত আবু বকর (রাঃ) তাও কপড়ের টুকরা দ্বারা বন্ধ করে দেন। এভাবে বহু ছিদ্র দিয়ে সাপটি বের হবার চেষ্টা করে ব্যর্থ হল। পরিশেষে সাপটি নিরুপায় হয়ে হযরত আবু বকর (রাঃ)-এর পায়ে দংশন করতে লাগল। সাপের বিষে হযরত আবু বকর (রাঃ)-এর মুখমণ্ডল কাল হয়ে গেল। দু’গণ্ড বেয়ে অশ্রুধারা ঝরতে লাগল।
কিন্তু প্রিয় রাসূলের নিদ্রা ভঙ্গ হলে তাঁর কষ্ট হবে এ ভয়ে তিনি বিন্দুমাত্র নড়াচড়া বা শব্দ করলেন না। তবে হযরত আবু বকর (রাঃ)-এর অশ্রুধারা ঝরে রাসূল (সাঃ)-এর চেহারা মোবারকে পতিত হল। তাতে তাঁর ঘুম ভেঙ্গে গেল। হযরত আবু বকর (রাঃ)-এর অবস্থা দেখে তিনি ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর (রাঃ) ঘটনা বললেন। রাসূল (সাঃ) তাঁকে পা উঠাতে বললেন। তিনি পা গর্তের মুখ হতে সরিয়ে আনলেন। রাসূল (সাঃ) ক্ষতস্থানে তাঁর পবিত্র থুথু লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সাপের বিষ দমন হয়ে গেল।
রাসূলে কারীম (সাঃ) সাপটিকে হযরত আবু বকর (রাঃ) কে দংশন করার কারণ জিজ্ঞেস করলে সে উত্তর করল, আমি আপনার চেহারা মোবারক দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। কিন্তু তিনি বাঁধা সৃষ্টি করেছেন বিধায় বাঁধা দূর করার জন্যই দংশন করেছি।
এদিকে কাফেরগণ যখন দেখল শিকার হাত হতে চলে গেছে তখন তারা পাগলের মত হতে চতুর্দিকে তাঁর অন্বেষণ করতে লাগল। এক একদিকে একজন লোক ছুটে গেল। আবু জাহেল হযরত আবু বকর (রাঃ)-এর বাড়ীর দিকে দৌড়িয়ে গেল। সেখানে যেয়ে হযরত আবু বকর (রাঃ)-এর কন্যা হযরত আছমা (রাঃ) কে ঘরে উপস্থিত পেল। তাঁকে রাসূল (সাঃ) ও হযরত আবু বকর (রাঃ) সম্বন্ধে জিজ্ঞেস করাতে তিনি উত্তর করলেন, আমি বলতে পারি না। কমবখত জালেম আবু জাহেল তাঁকে খুব জোরে চপেটাঘাত করল। তার আঘাতে আছমার নাকের বালি পড়ে গেল। যে লোকটি গারে ছাওয়ারের দিকে রাসূল (সাঃ)-এর অনুসন্ধানে গিয়েছিল সে পদচিহ্নের অনুসন্ধান পেয়ে তড়িৎ গতিতে কোরাইশগণকে সংবাদ দিল। কোরাইশগণ প্রত্যেক কবিলার শক্তিশালী যুবকগণকে নিয়ে সে দিকে ছুটে গেল। আল্লাহর কুরদতে গর্তটির উপর হঠাৎ একটি বাবুল গাছের ডালা ভেঙ্গে পড়ে তার মুখ বন্ধ করে ফেলল। সঙ্গে সঙ্গে মাকড়সা এ ডালা জাল বুনল এবং কবুতর এসে ডিম পাড়লো ।