হযরত ঈসা (আঃ) এর আসমানে গমন-পর্ব ১

একদা হযরত ঈসা (আঃ) তাঁর মা মরিয়ম (আঃ) কে নিয়ে বাইতুল মোকাদ্দাস থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন । দীর্ঘ সময় পথ চলার পরে তাঁরা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছলেন । সেখানে হঠাত তাঁর মাতা অসুস্থ হয়ে পড়েন । নবী তখন খুবই বিপন্ন হয়ে পড়লেন । সেখানে লোকজন বা বসতি কিছুই ছিল না। শুধু বাবলা গাছের ঝোপ ঝাড় ছাড়া অন্য কোন গাছপালাও ছিল না। নবী তাঁর মাতার সুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন ।

হযরত মরিয়ম ছেলের উদবিগ্নতা দেখে বললেন, হে ঈসা! তুমি আমার জন্য ব্যস্ত হইও না। আমার যদি এখানে মাটি গ্রহণের লিখন থাকে তবে কোন চেষ্টায় কাজ হবে না। এ ছাড়া তুমি তো জান, ওষুধ হিসেবে লতাপাতা ও শিকড় ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করার অভ্যাস আমার নেই ।

হযরত ঈসা (আঃ) তাঁর মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোন গাছ বা ঘাস পাওয়া যায় কিনা তার খোঁজে বের হলেন । দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন । এ দিকে তাঁর মা অসুস্থাবস্থায় হাহুতাশ করছিলেন। এমন সময় আসমান থেকে কয়েকজন হুর এসে তাঁর সেবা-শুশ্রুষা আরম্ব করেছিল। হযরত মরিয়ম তাদেরকে দেখে চিনলেন। হযরত ঈসা (আঃ) জন্মের সময় যারা তাঁর সেবা-শুশ্রুষা করছিল তারাই এ সময় মরিয়মের নিকট এসে হাজির হল। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। দেখতে দেখতে মরিয়ম আরো অসুস্থ হয়ে পড়লেন । অল্প সময়ের মধ্যে লাব্বায়েক বলে তাঁর রুহু জান্নাতে চলে গেল । তখন হুরেরা তাঁর গোছল ও কাফনের কাজ সমাধা করলেন। অতঃপর একজন ফেরেস্তা তাঁর নামাযে জানাযা সমাধান করে নিকটস্থ এক গাছের নিচে তাঁকে দাফন করলেন।

এমন সময় হযরত ঈসা (আঃ) কতক গাছের শিকড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন, সেখানে অনেক লোকের সমাগম। তিনি তখন একজনের নিকট তাদের আগমনের খবর জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল, আপনার মাতা একটু পূর্বেই ইন্তেকাল করেছেন, আমরা তাঁর জানাযা ও দাফন কার্য সমাধা করেছি। আমরা আল্লাহ তায়ালার নির্দেশে এ কাজ সমাধা করেছি। এখন আমরা আপনার নিকট বিদায় চাচ্ছি। হযরত ঈসা (আঃ) সমস্ত অবস্থাটা বুঝে নিলেন এবং ফেরেস্তাদেরকে বিদায় দিলেন। অতঃপর তিনি মাতার কবরের পাশে গিয়ে মা বলে ডাক দিলেন।

হযরত ঈসা (আঃ) এর আসমানে গমন-পর্ব ২  পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।